স্পোর্টস ডেস্ক : টুকটুকে লাল রংয়ের নতুন ৫জি ফোন আনল ওয়ানপ্লাস। থাকছে বিরাট ১৮ প্লাস র্যাম ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এই তারিখে কিনলে সঙ্গে ইয়ারবাড ফ্রি। স্মার্টফোন দুনিয়ায় আরও এক চমক নিয়ে হাজির ওয়ানপ্লাস। পুজোর আগে লঞ্চ হল OnePlus 11R Solar Red।
কোম্পানির ১১আর স্মার্টফোন সিরিজের নতুন মডেল। যার মূল আকর্ষণ ফোনের ডিজাইন। একদম টুকটুকে লাল রংয়ের গ্লসি ফিনিশের সঙ্গে থাকছে জম্পেশ ক্যামেরা ও স্টোরেজ। ৭ অক্টোবর থেকে কেনা যাবে OnePlus 11R Solar Red। লেদার ব্যাক প্যানেল পাওয়া যাবে এই স্মার্টফোনে। নেট মহলে একাংশের দাবি, মিড-রেঞ্জ স্মার্টফোন ঝড় তুলতে পারে ওয়ানপ্লাসের এই নতুন স্মার্টফোন।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেস এবং অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল চলাকালীন এই স্মার্টফোন কেনা যাবে ভারতে। সেল চলাকালীন এই দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে দারুণ ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং অফার।
ভারতে স্মার্টফোনের দাম ৪৫,৯৯৯ টাকা। অনলাইনে OnePlus.in এবং ই-কমার্স সাইট আমাজন থেকে অর্ডার করা যাবে। অফলাইনে ওয়ানপ্লাস স্টোর থেকে কিনতে পারবেন নতুন ৫জি স্মার্টফোন। ৭ অক্টোবর তারিখে যাঁরা এই ফোন কিনবেন তারা ইনস্ট্যান্ট ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং OnePlua Buds Z2 বিনামূল্যে পেয়ে যাবেন।
Red has been a defining part of our journey for a decade. It's an emotion that keeps us going all day, every day. It's not just a color; it's a reminder to Never Settle.
Get ready to enjoy the vibrant red of the OnePlus 11R 5G in Solar Red.
— OnePlus India (@OnePlus_IN) October 5, 2023
লাল রংয়ের সঙ্গে স্মার্টফোনের ব্যাক প্যানেলের লেদার ফিনিশ। প্রসেসর মিলবে Snapdragon 8+ Gen 1 (4nm) যা সর্বোচ্চ 18GB র্যাম এবং 512GB ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে। বিরাট স্টোরেজের সঙ্গে এতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ওয়ানপ্লাস দাবি করেছে, এই স্মার্টফোনে 50টি অ্যাপ এক সঙ্গে চালাতে পারবেন। ফোন হ্যাং করা তো দূর, আগের মডেলের থেকে 6 শতাংশ পারফরম্যান্স বেশি পাওয়া যাবে এই ডিভাইসে।
6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে সঙ্গে 120 হার্টজ রিফ্রেস রেট পাবেন এতে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক OxygenOS 13 অপারেটিং সিস্টেম রয়েছে ফোনে। 5G স্মার্টফোনের চার্জিংয়ের জন্য মিলবে 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং 100W SUPERVOOC ফাস্ট চার্জার।
কোম্পানির দাবি অনুযায়ী, এটি 0 – 100 শতাংশ চার্জ করতে সময় নেবে মাত্র 25 মিনিট। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, 4G, WiFi 6E, ব্লুটুথ 5.2 এবং USB টাইপ-সি কানেকশন। আর ফোন আনলক করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।