বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দুটোই তুখোড় ৫জি স্মার্টফোন। চলতি সেলে কোন ফোন কিনবেন বলে ভাবছেন? তার আগে দুই ফোনের ফিচার্স ও দাম জেনে নিন।
সম্প্রতি লঞ্চ হয়েছে Nothing Phone (2)। ভারতে শীঘ্রই শুরু হবে স্মার্টফোনের বিক্রি-বাট্টা। যদিও প্রি-বুকিং গত মাস থেকেই চালু করে দিয়েছে এই সংস্থা। তবে এই দৌড়ে শুধু নাথিং ফোন নয় রয়েছে ওয়ানপ্লাসও। 2023 সালেই লঞ্চ হয়েছে OnePlus 11R 5G, ইমেজ ক্ল্যারিটি ইঞ্জিন সহ ট্রিপল ক্যামেরা এবং দারুণ প্রসেসর রয়েছে এই স্মার্টফোনে।
Nothing Phone (2)
এই স্মার্টফোনে ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চি HDR 10+ সঙ্গে 120 হার্টজ ডিসপ্লে। এই স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য মিলবে কর্নিং গোরিলা গ্লাস। প্রসেসর রয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট। র্যাম ইন্টার্নাল স্টোরেজের ক্ষেত্রে 3টি বিকল্প রয়েছে – 8GB র্যাম, 128 GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB স্টোরেজ।
ফোনের অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 13। ক্যামেরা মিলবে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ক্যাপাসিটি 4700mAh এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের দাম রয়েছে 44,999 টাকা।
OnePlus 11R 5G
ওয়ানপ্লাসের এই মডেলেও রয়েছে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে। প্রসেসর রয়েছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম। ফোনে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সঙ্গে HDR ও প্যানোরমা সাপোর্ট। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল।
স্টোরেজের ক্ষেত্রে এই ফোনে দুটি বিকল রয়েছে – 8GB র্যাম ও 128GB স্টোরেজ এবং 16GB র্যাম ও 256GB স্টোরেজ। OnePlus 11R 5G-তে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5,000mAh এবং 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের দাম 39,999 টাকা।
ব্যাঙ্ক ডিসকাউন্ট সমেত ফ্লিপকার্ট বিগ সেভিংস ডে সেলে Nothing Phone এর উপর 3,000 টাকা এবং অ্যামাজন প্রাইম ডে সেলে OnePlus 11R এর উপর 1,000 টাকা ছাড়ের সুবিধা পেতে পারেন ক্রেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।