বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস ভারতে তাদের ফ্ল্যাগশিপ OnePlus 12 স্মার্টফোনটি নতুন গ্লেশিয়াল হোয়াইট কালার অপশনে লঞ্চ করেছে। এর আগে পর্যন্ত ফোনটি ভারতে ফ্লাই এমরাল্ড এবং সিল্কি ব্ল্যাক এই দুটি অপশনে সেল করা হত। এই নতুন অপশনটি স্পেসিফিকেশন এবং ডিজাইনের ক্ষেত্রে একইরকম, কিন্তু Glacial White গ্লসি ফিনিশ বেশ স্নিগ্ধ অনুভূতি দিচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, স্পেসিফিকেশন এবং সেল সম্পর্কে।
OnePlus 12 এর স্পেসিফিকেশন : OnePlus 12 Glacial White এর দাম এবং সেল OnePlus 12 ফোনের Glacial White এডিশনটি সিঙ্গেল স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 12GB RAM +256GB স্টোরেজ অপশনের দাম 64,999 টাকা রাখা হয়েছে।
আগামী 6 জুন এই ফোনটি আমাজন, ওয়ানপ্লাস স্টোর, ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর্স এবং অন্যান্য রিটেল আউটলেটে সেল করা হবে। ওয়ানপ্লাস নতুন কালার অপশনের ফোনটি হাতে গোনা কয়েকটি ব্যাঙ্কে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
20 জুনের আগে ফোনটি কিনলে ইউজারা 2,000 টাকা কুপন পেতে পারে। কোম্পানি 12,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং 12 মাস পর্যন্ত নো-কোস্ট EMI অপশন দেওয়া হতে পারে।
OnePlus 12 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: OnePlus 12 স্মার্টফোনের Glacial White অপশনে 6.82-ইঞ্চির QHD+ 2K OLED LTPO ProXDR ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট, 4,500 নিটস পীক ব্রাইটনেস, 2160Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এবং কর্নিং গোরিলা গ্লাস বিক্টস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।
প্রসেসর: এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট রয়েছে। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো GPU দেওয়া হয়েছে। এই ফোনে PixelWorks X7 ইন্ডিপেন্ডেট ভিজুয়াল চিপ যোগ করা হয়েছে। স্টোরেজ: OnePlus 12 স্মার্টফোনের Glacial White অপশনে 12GB LPDDR5X RAM 256GB UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: OnePlus 12 স্মার্টফোনের Glacial White অপশনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ 50MP এর Sony LYT-808 প্রাইমারি, 48MP Sony IMX581 আলট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং 3x টেলিফটো জুম সহ 64MP এর OV64B পেরিস্কোপ লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ব্যাটারি: এই ফোনে 100W SuperVOOC ফাস্ট ওয়্যার চার্জিং এবং 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।