বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস ১৩ সিরিজের স্মার্টফোন উন্মোচিত হতে যাচ্ছে আগামী ৩১ অক্টোবর। উন্মোচনের তারিখ জানানোর পাশাপাশি সম্প্রতি ওয়ানপ্লাস তাঁদের নতুন সিরিজের এই ফোনটির ডিজাইনও প্রকাশ করেছে। স্মার্টফোনপ্রেমীরা যখন ওয়ানপ্লাস ১৩ নিয়ে উৎফুল্ল তখনই জানা গেল ভারতের বাজারে ওয়ানপ্লাস ১২ ফোনটির দাম কমিয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে। উল্লেখ্য, ভারতের চলমান এই উৎসবের সিজনে অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল, যার কল্যাণে বিভিন্ন পণ্যে মিলছে আকর্ষণীয় মূল্যছাড়ের অফার।
ওয়ানপ্লাস ১২ সিরিজের সবগুলো মডেলেই মূল্যছাড় অফার করতে অ্যামাজন। পাশাপাশি ব্যাংক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করলে মিলছে তাৎক্ষণিক ডিসকাউন্টও। ১২ সিরিজের হোয়াইট মডেলটি ৬৪,৯৯৯ রুপির পরিবর্তে পাওয়া যাচ্ছে ৫৯,৫০০ রুপিতে। এছাড়া অতিরিক্ত ১ হাজার রুপি ডিসকাউন্টও মিলবে ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে।
এছাড়া ওয়ানপ্লাস ১২ সিরিজের ব্ল্যাক ও গ্রিন মডেল পাওয়া যাচ্ছে ৬১৯৯৯ রুপিতে। তবে এই মডেল দুটিতে ব্যাংক কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধে ডিসকাউন্ট পাওয়া যেতে পারে ৭ হাজার রুপি পর্যন্ত। সেক্ষেত্রে হোয়াইট মডেলের চেয়েও কম দামে ব্ল্যাক ও গ্রিন মডেল দুটি পাওয়া যাবে।
উল্লেখ্য, ওয়ানপ্লাস ১২ সিরিজের ফোন বাজারে আসে চলতি বছরের জানুয়ারিতে। সেদিক থেকে দেখলে মাত্র ৯ মাস বয়সী একটি ফোনে এতো বড় অঙ্কের মূল্যছাড় সচরাচর দেখা যায় না। তবে ওয়ানপ্লাস ১৩ সিরিজের আসন্ন উন্মোচনকে সামনে রেখে ১২ সিরিজের ফোনে এই ডিসকাউন্টের অফারকে অস্বাভাবিক বলার সুযোগ নেই। কেননা স্মার্টফোনের দুনিয়ায় নতুন সিরিজের ফোন আসলে পূর্ববর্তী সিরিজের ফোনে আকর্ষণীয় মূল্যছাড় বেশ স্ট্যান্ডার্ড প্র্যাক্টিস হিসেবেই বিবেচিত।
সাধ্যের মধ্যে হাই-এন্ডের ফোনের তালিকায় ওয়ানপ্লাস ১২ উপরের দিকেই থাকবে। উন্নত প্রসেসর, ফাস্ট চার্জার, ভালো ব্যাটারি ব্যাকআপ, ৪ বছরের অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম আপডেট ও ৫ বছরের সিকিউরিটি প্যাচসহ নানা ফিচারে সাজানো ওয়ানপ্লাস ১২ স্মার্টফোনগুলো।
উল্লেখ্য, ওয়ানপ্লাসের অপারেটিং সিস্টেম অক্সিজেন ওএস এর নতুন ভার্সন অক্সিজেন ওএস ১৫ উন্মোচিত হচ্ছে আজ (২৪ অক্টোবর)। ওয়ানপ্লাস ১৩ সিরিজের মতো ১২ সিরিজের ব্যবহারকারীরাও নতুন এই অপারেটিং সিস্টেমে নিজেদের ফোন আপডেট করে নিতে পারবেন। ফলে ওয়ানপ্লাস ১২ ব্যবহার করেও বিভিন্ন এআই ফিচার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, অ্যামাজন ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।