নতুন রঙে আসতে চলেছে OnePlus 12, এঙ্গের নাম বলে স্মার্টফোন জিততে পারেন আপনিও

OnePlus 12 Smartphone

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ OnePlus 12 স্মার্টফোনটি নতুন রঙে নিয়ে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিজার শেয়ার করা হয়েছে। সবচেয়ে বড় কথা ব্র্যান্ডের শেয়ার করা পোস্টের মাধ্যমে ইউজাররা নতুন কালার অপশন জিতে নিতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র ফোনের কালারের নাম বলেই বিনামূল্যে পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ ডিটেইলস।

OnePlus 12 Smartphone

OnePlus 12 এর স্পেসিফিকেশন : OnePlus 12 এর নতুন কালার অপশনের টিজার। কোম্পানির সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে শেয়ার করা নতুন পোস্টে এই ফোনের ব্যাক প্যানেল দেখা গেছে। কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা পোস্টে প্রশ্ন করা হয়েছে এটি OnePlus 12 ফোনের কন কালার। এই কালার বলতে পারলে ইউজারদের নতুন ফোনটি ফ্রি তে দেওয়া হবে।

যারা OnePlus 12 ফোনটি জিততে চান তাদের কোম্পানির পোস্টে কালার অপশন জানিয়ে অংশগ্রহণ করতে হবে। জানিয়ে রাখি ফোনটি চীনে গ্লোশিয়াল হোয়াইট (Glacial White) কালার অপশনে পেশ করা হয়েছে। এবার ভারতে এই কালারে ফোনটি আনার প্রস্তুতি নিচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি OnePlus 12 ফোনটি কত তারিখে এই নতুন কালার অপশন সহ পেশ করা হবে। তবে এই সম্পর্কে কিছু দিনের মধ্যেই জানানো হবে। কালার অপশন বাদে অন্যান্য স্পেসিফিকেশন একই থাকবে বলে আশা করা হচ্ছে। তবে দামের পরিবর্তন হতে পারে।

OnePlus 12 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.82-ইঞ্চির QHD+ 2K OLED LTPO ProXDR ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন, 2160Hz হাই-ফ্রিকোয়েন্সি, PWM ডিমিং, 4500 নিটস পিক ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন সহ এলটিপিও 4.0 প্যানেল ডিয়ে তৈরি। প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনের গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো GPU রয়েছে। এতে PixelWorks X7 ইন্ডিপেন্ডেট ভিজুয়াল চিপ দেওয়া হয়েছে।

রাস্তার মাঝে পাঞ্জাবি গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ রয়েছে। ক্যামেরা: এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে Sony LYT-808 50MP প্রাইমারি সেন্সর, 48MP Sony IMX581 আলট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং 3x টেলিফটো জুম সহ 64MP এর OV64B পেরিস্কোপ লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W SUPERVOOC ফাস্ট ওয়্যার চার্জিং এবং 50W AirVOOC ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।