বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মুখোমুখি দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন। একটা আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়ে গেলেও, আরেকটি খুবই শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। গুচ্ছের ফ্ল্যাগশিপ ফিচার্সের প্যাকেজ নিয়ে এসেছে ওয়ানপ্লাস ১২।
তবে ছাড়ার পাত্র নয় স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজও। গ্যালাক্সির ঐতিহ্য বজায় রেখে আসতে চলেছে এই হ্যান্ডসেট। কোনটা বাজিমাত করবে তা সময়ই বলবে। তার আগে ফিচারের তুলনা দেখে নেওয়া যাক।
নতুন বছরের নতুন ধামাকা আনতে শুরু করেছে মোবাইল সংস্থাগুলি। বাজারে আছড়ে পড়ছে একের পর এক স্মার্টফোন। তবে এই ভিড়ে নজর কাড়তে পারে দুটি হ্যান্ডসেট – ওয়ানপ্লাস 12 এবং স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ। ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট আন্তর্জাতিক বাজারে লঞ্চ করলেও, স্যামসাংয়ের স্মার্টফোন এখনও আসেনি।
ভারতে আর কিছুদিনের মধ্যে লঞ্চ হবে ওয়ানপ্লাস 12। ইতিমধ্যে দুই স্মার্টফোন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে একাধিক সোশ্যাল মিডিয়া মাধ্যমে। স্যামসাংয়ের থেকে ওয়ানপ্লাস এগিয়ে না পিছিয়ে? আসুন তুলনা দেখে নেওয়া যাক।
ডিসপ্লে ও ডিজাইন
স্যামসাংয়ের ফোনে রয়েছে 6.9 ইঞ্চি AMOLED 2X ডিসপ্লে, 120hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট। ফাঁস হওয়া তথ্য অনুসারে, এতে টাইটানিয়াম ফ্রেম থাকতে চলেছে। অন্যদিকে ওয়ানপ্লাসের স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে ও 120hz রিফ্রেস রেট। মেটাল ফিনিশের উপর পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে স্মার্টফোনে।
ক্যামেরা ও ব্যাটারি
স্যামসাংয়ের স্মার্টফোনে থাকবে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই ফোনে 10x অপটিকাল জুমের ফিচার থাকতে চলেছে। ওয়ানপ্লাস 12-তে মূল ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল সেন্সর সঙ্গে আল্ট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্স। সুতরাং ক্যামেরার দিক দিয়ে অনেকটাই এগিয়ে স্যামসাং।
ব্যাটারির বিভাগে স্যামসাংয়ের স্মার্টফোনে মিলবে 5,000mAh ব্যাটারি এবং ওয়ানপ্লাস 12-এ 5,400mAh ব্যাটারি ক্যাপাসিটি। 45W ফাস্ট চার্জিং থাকতে পারে S24-এ। যেখানে ওয়ানপ্লাসে রয়েছে 100W ফাস্ট চার্জিং। যা 26 মিনিটে ফুল চার্জ করার ক্ষমতা রাখে।
প্রসেসর ও OS সিস্টেম
Snapdragon 8 Gen 2 প্রসেসর রয়েছে স্যামসাংয়ের স্মার্টফোন। তবে এটি গ্লোবাল ভ্যারিয়েন্ট। ভারতে Exynos 2300 চিপসেট নিয়ে হাজির হতে পারে S24 আল্ট্রা। অন্যদিকে ওয়ানপ্লাস 12-তে রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর। দুই স্মার্টফোনেই ক্লিন পারফরম্যান্সের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম।
দুই স্মার্টফোনের দাম
একাধিক টেক রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি S24 23 জানুয়ারি লঞ্চ হতে পারে। দাম থাকতে পারে 75,000 টাকা থেকে 90,000 টাকা। অপরদিকে ওয়ানপ্লাস 12 ভারতে জানুয়ারির শেষ দিক করে ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে। সম্ভাব্য দাম 55,000 টাকা থেকে 70,000 টাকা। স্যামসাংয়ের তুলনায় বাজেট-ফ্রেন্ডলি দামেই হাজির হতে পারে ওয়ানপ্লাস 12।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।