বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস আগামী কিছু মাসে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরেকটি রেঞ্জ আনতে চলেছে। কোম্পানির আপকামিং স্মার্টফোন OnePlus 13 সিরিজ হতে পারে। তবে এখন পর্যন্ত কোম্পানির তরফে কোনো তথ্য দেওয়া হয়েনি। Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 4 প্রসেসর লঞ্চ করার পর অনেক কোম্পানি তাদের নতুন হাই এন্ড ডিভাইস আনা প্রস্তুতি নিচ্ছে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার লেটেস্ট Weibo পোস্টে ওয়ানপ্লাস 13 ফোনের মেইন ক্যামেরা, ব্যাটারি সাইজ এবং চার্জিং ক্ষমতা সম্পর্কে প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস 13 সিরিজে কী থাকবে বিশেষ।
ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে যে নতুন ওয়ানপ্লাস 13 ফোনে LYT-808 ক্যামেরা সেন্সর হবে। এতে 50MP সেন্সর হবে, যা আমরা ওয়ানপ্লাস 12 ফোনে দেখতে পেয়েছি। আগে আসা লিক অনুযায়ী মেইন ক্যামেরা সহ একটি 50MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ওয়ানপ্লাস 13 ফোনে দেওয়া হবে।
কাঁচের মত চকচক করবে ত্বক, সপ্তাহে একদিন ব্যবহার করুন পেস্টটি
নতুন লিকে জানা গেছে যে নতুন ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh ব্যাটারি থাকতে পারে। এটি ওয়ানপ্লাস 12 এর তুলনায় বেশ বড় ব্যাটারি হবে। এটি 100W এর চার্জিং সাপোর্ট করবে। এতে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। আমরা এই একই চার্জিং ফিচার কোম্পানির পুরানো মডেল ওয়ানপ্লাস 12 ফোনেও দেখতে পেয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।