বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস বর্তমানে তাদের নাম্বার সিরিজের পরিধি বাড়ানোর প্রস্ততি নিচ্ছে। এবার কোম্পানি নতুন OnePlus 13 লঞ্চ করতে পারে। এই ফোনের একটি মক রেন্ডার সামনে এসেছে, যার ফলে মনে করা হচ্ছে এই ফোনের ডিজাইনে ব্র্যান্ড যথেষ্ট পরিবর্তন করতে পারে। OnePlus 12 ফোনে যেখানে সারকুয়াল্র রেয়ার ক্যামেরা মডিউল ছিল সেখানে দাঁড়িয়ে আপকামিং OnePlus 13 ফোনে স্কোয়ার ক্যামেরা মডিউল থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিক ডিটেইলস সম্পর্কে।
OnePlus 13 ফোনের মক রেন্ডার (লিক) : মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে OnePlus এর একটি নতুন ফোনের ইমেজ দেখা গেছে এবং এই ফোনটিকে OnePlus 13 বলে মনে করা হচ্ছে। ইমেজে স্পষ্ট দেখা যাচ্ছে এই ফোনে আগের মডেলের চেয়ে আলাদা স্কোয়ার ক্যামেরা মডিউল রয়েছে।
ক্যামেরা মডিউলে চারটি কাটআউট রয়েছে, এর মধ্যে তিনটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। ক্যামেরা মডিউলের মধ্যে হ্যাসেলব্লেডের ব্রান্ডিং-ও রয়েছে, যা বিশেষ কালার টিউনিঙের মাধ্যমে দেখানো হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন অবস্থিত এবং বাঁদিকের প্যানেলে অ্যালার্ট স্লাইডার থাকবে।
ব্যাক প্যানেল দেখে ফোনটির এজ কিছুটা কার্ভ দেখতে। এছাড়া কর্নারে স্টেইনলেস স্টিল হিঞ্জও নেই। এটি একটি মক রেন্ডার হওয়ার কারণে ব্যাক প্যানেলে ওয়ানপ্লাসের লোগো নেই।
OnePlus 13 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন : OnePlus 13 ফোনে 2K রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চির LTPO OLED ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। শক্তিশালী OnePlus 13 ফোনে কোম্পানি আপকামিং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসর যোগ করতে পারে।
এই প্রসেসর TSMC এর 3nm প্রসেসে তৈরি করা হতে পারে এবং এর হাইয়েস্ট ক্লক স্পীড 4.0GHz হতে পারে। প্রসঙ্গত ওয়ানপ্লাস 12 ফোনের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসরে 3.39GHz ক্লক স্পীড পাওয়া যেত। জানিয়ে রাখি OnePlus 13 ফোনের এই চিপসেট 2024 সালের আগামী অক্টোবর মাসে লঞ্চ করা হতে পারে। লঞ্চের পর ডিসেম্বর মাস থেকে ফোনটির সেল শুরু হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।