বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই OnePlus 13 ফোনের জন্য অপেক্ষার অবসান হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে লঞ্চ সম্পর্কে জানানো হয়েছে। এবার শপিং সাইট আমাজনে OnePlus 13 ফোনের Micro site Live হয়ে গেছে। এর মাধ্যমে ফোনের ফিচার সম্পর্কে জানানো সঙ্গে ‘কমিং শুন’ লেখা রয়েছে। তাই শীঘ্রই ভারতীয় বাজারে ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
OnePlus 13
শীঘ্রই OnePlus 13 ফোনের জন্য অপেক্ষার অবসান হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে লঞ্চ সম্পর্কে জানানো হয়েছে। এবার শপিং সাইট আমাজনে OnePlus 13 ফোনের Micro site Live হয়ে গেছে। এর মাধ্যমে ফোনের ফিচার সম্পর্কে জানানো সঙ্গে ‘কমিং শুন’ লেখা রয়েছে। তাই শীঘ্রই ভারতীয় বাজারে OnePlus 13 ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
OnePlus 13 ফোনের মাইক্রো সাইট লাইভ
শপিং সাইট আমাজনের মাধ্যমে OnePlus 13 ফোনের প্রোডাক্ট পেজ তৈরি করা হয়েছে। এই প্রোডাক্ট পেজ দেখার জন্য এখানে ক্লিক করুন। এই পেজের মাধ্যমে ফোনের ফটো শেয়ার করা হয়েছে এবং এতে OxygenOS 15 ও AI features সহ অন্যান্য ফিচারের তথ্য জানানো হয়েছে। অন্যদিকে আমাজন লিস্টিঙের মাধ্যমে জানা গেছে OnePlus 13 ফোনটি এই শপিং সাইট থেকেই সেল করা হবে।
OnePlus 13 ফোনের স্পেসিফিকেশন
প্রসেসর: চীনে OnePlus 13 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমের এবং OxygenOS 15 সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4.32GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনে 900MHz অ্যাড্রিনো 830 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: চীনে OnePlus 13 ফোনটি 12GB, 16GB এবং 24GB RAM সহ তিনটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ভারতেও 16GB RAM লঞ্চ করা হবে, যা LPDDR5X RAM টেকনোলজিতে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 256GB এবং 512GB UFS 4.0 Storage স্টোরেজ দেওয়া হয়েছে।
ডিসপ্লে: OnePlus 13 ফোনে 6.82-ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 4500nits পীক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং Dolby Vision সাপোর্ট করে। এতে আল্ট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus 13 ফোনে Hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony LYT600 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং এবং magnetic charging সাপোর্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।