বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস শীঘ্রই বাজারে তাদের নাম্বার সিরিজের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে জানিয়ে দিয়েছে। আগামী 7 জানুয়ারি কোম্পানির পক্ষ থেকে OnePlus 13 এবং OnePlus 13R স্মার্টফোন পেশ করা হবে। গত পরশু কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং সিরিজের লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হয়েছিল। এরপর গতকাল আমাজনে OnePlus 13R ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটির লঞ্চ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। অনলাইন শপিং সাইট থেকে ফোনটির স্পেসিফিকেশন এবং লুক সম্পর্কে জানা গেছে। নিচে OnePlus 13R ফোনের ডিটেইলস সম্পর্কে জানানো হল।
OnePlus 13 সিরিজের লঞ্চ ইভেন্ট
2025 সালের 7 জানুয়ারি সকাল 10:30 EST (4:30 PM CET / 9PM IST) এর সময় OnePlus 13 সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই সিরিজের ফোনগুলি ওয়ানপ্লাস ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং অফলাইন স্টোরের পাশাপাশি শপিং সাইট আমাজনের মাধ্যমেও সেল করা হবে।
OnePlus 13R ফোনের ডিটেইলস (কনফার্ম)
কোম্পানি মাইক্রো সাইটের মাধ্যমে জানিয়ে দিয়েছে OnePlus 13R ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হবে। জানিয়ে রাখি আগের OnePlus 12R ফোনে 5500mAh ব্যাটারি ছিল। অর্থাৎ আপকামিং ফোনে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
কোম্পানি আরও জানিয়েছে এই ফোনটি মাদার নেচারের অনুপ্রেরণার নেবুলা নোয়ার এবং অ্যাস্ট্রাল ট্রেল কালার অপশনে পেশ করা হবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী OnePlus 13R ফোনে সুন্দর ক্যামেরা লেআউট সহ স্লিম ডিজাইন থাকবে। ইমেজে ডিজাইন দেখা গেছে।
ফোনটির ফ্রন্ট ও ব্যাক প্যানেলে গোরিলা গ্লাস 7i এবং অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হবে। ফোনটিতে 8 মিমি পাতলা বডি এবং প্রিমিয়াম লুক পাওয়া যাবে।
OnePlus 13 সিরিজের এই ফোনে নতুন অপারেটিং সিস্টেম থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে মাল্টি টাস্কিং, গেমিং ও অন্যান্য হাই পারফরমেন্স সহজেই করা যাবে।
এই ফোনে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) টেকনোলজি দেওয়া হবে বলে জানা গেছে।
OnePlus 13R ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: OnePlus 13R ফোনে 6.78-ইঞ্চির AMOLED (1264×2780) ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 450 PPI পিক্সেল ডেনসিটি দেওয়া হতে পারে।
প্রসেসর: OnePlus 13R ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।
স্টোরেজ: এই ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।
ক্যামেরা: এই ফোনে 50MP+8MP+50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে সেলফির জন্য এতে 16MP লেন্স দেওয়া হতে পারে।
ব্যাটারি: OnePlus 13R ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
অন্যান্য ফিচার: এই ফোনে Wi-Fi, Bluetooth 5.4, NFC, USB Type-C, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল দেওয়া হবে বলে জানা গেছে।
ওএস: এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 এবং OxygenOS 15.0 সহ পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।