বাজারে নতুন ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ হয়েছে। দীর্ঘ দিনের অপেক্ষার পর অবশেষে আজ OnePlus 15 স্মার্টফোনটি পেশ করা হয়েছে। চীনের বাজারে শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার সহ OnePlus 15 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। কিছু দিন পরই স্মার্টফোনটি ভারতের বাজারেও পেশ করা হবে। প্রথম OnePlus 15 স্মার্টফোনটিতে DetailMax image engine দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 16GB RAM এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ OnePlus 15 স্মার্টফোনের দাম ও অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি OnePlus 15 স্মার্টফোনটিতে ইন্ডাস্ট্রির প্রথম micro-arc oxidation ট্রিটমেন্ট ব্যাবহার করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি কাচা অবস্থায় থাকা অ্যালুমিনিয়ামের তুলনায় 3.4 গুণ বেশি শক্তিশালী বডি এবং টাইটেনিয়ামের তুলনায় 1.5 গুণ বেশি মজবুত। স্মার্টফোনটিতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং রয়েছে, ফলে জল ও ধুলোর পাশাপাশি চা বা তেলের মতো জিনিস এর উপড়ে পড়লেও স্মার্টফোনটি সুরক্ষিত থাকবে।
OnePlus 15 5G স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে থার্ড জেনারেশনের BOE Flexible Oriental OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। গেমের শৌখিন ইউজাররা গেম খেলার সময় স্মার্টফোনটিতে 165Hz রিফ্রেশ রেট উপভোগ করতে পারবে। একইসঙ্গে স্মার্টফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গাপ্রিন্ত সেন্সর রয়েছে।
প্রসেসিঙের জন্য OnePlus 15 5G স্মার্টফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। এই প্রসেসরে 8-কোর মোবাইল সিপিইউ রয়েছে, যা 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি এর আগে OnePlus 13 স্মার্টফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছিল। আমাদের টেস্টে স্মার্টফোনটির আনটুটু স্কোর 26,89,625 পেয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15 5G স্মার্টফোনটিতে 7,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 120W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 50W AirVOOC চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানি এই প্রথম তাদের নাম্বার সিরিজের স্মার্টফোনে এত বড় ব্যাটারি দিয়েছে। অন্যদিকে OnePlus 13 স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
ফটোগ্রাফির জন্য OnePlus 15 5G স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony LYT700 প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল 3.5x periscope telephoto লেন্স ও 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামের যোগ করা হয়েছে।
এখনো মা না হয়েও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি: রাশমিকা
চীনের বাজারে OnePlus 15 5G স্মার্টফোনটি Sand Dune, Absolute Black এবং Mist Purple কালার অপশনে লঞ্চ করা হয়েছে। একই কালার সহ ভারতের বাজারেও পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



