বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আরও একবার OnePlus এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 শিরোনামে উঠে এসেছে। কোম্পানি OnePlus 13 এর পর “14” নাম্বারটি স্কিপ করে সরাসরি OnePlus 15 লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। নতুন রিপোর্ট এবং লিক অনুযায়ী এবার বেশ কিছু বড়সড় পরিবর্তন ঘটিয়ে OnePlus 15 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনে নতুন প্রসেসর, ফ্ল্যাট ডিসপ্লে, বড় ব্যাটারি এবং অসাধারণ ডিজাইন দেখা যাবে। নিচে এই আপকামিং ফোনটির লিক স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
OnePlus 15 ফোনের স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে এবং ডিজাইন
লিক ডিটেইলস অনুযায়ী OnePlus 15 ফোনে 6.78-ইঞ্চির ফ্ল্যাট LTPO ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এটি পুরনো OnePlus ফ্ল্যাগশিপ ফোনের কার্ভড 2K ডিসপ্লের তুলনায় বড়সড় পরিবর্তন। এর সঙ্গে এই ফোনে LIPO প্যাকেজিং টেকনোলজি ব্যাবহার করা হতে পারে, ফলে অত্যন্ত পাতলা বেজল সহ স্লিম ও সিমেট্রিক্যাল ডিজাইন পাওয়া যাবে।
প্রসেসর এবং পারফরমেন্স
আপকামিং OnePlus 15 ফোনে Snapdragon 8 Elite 2 (SM8850) চিপসেট থাকতে পারে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে নতুন ও শক্তিশালী Qualcomm প্রসেসর হতে পারে। এই ফোনটি পারফরমেন্স-সেন্ট্রিক ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে পেশ করা হবে, অর্থাৎ ফোনটির মূল ফোকাস হবে এই ফোনের প্রসেসিং পাওয়ার এবং এফিসিয়েন্সি।
ক্যামেরা
OnePlus 15 ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল 50MP ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে আপাতত দুই ধরনের প্রাইমারি সেন্সরের (স্ট্যান্ডার্ড ও আলট্রা লার্জ) A/B টেস্টিং করছে। এছাড়া এই সেটআপে একটি 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স (প্রায় 3x অপটিক্যাল জুম সহ) যোগ করা হতে পারে।
ব্যাটারি এবং চার্জিং
লিক অনুযায়ী OnePlus 15 ফোনে 7000mAh ব্যাটারি থাকবে। এই তথ্য সঠিক হলে এটি এখনও পর্যন্ত OnePlus ফোনে ব্যাবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হবে। এর সঙ্গে 100W ওয়্যার্ড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচারও দেওয়া হতে পারে। এত বড় ব্যাটারি সত্ত্বেও কোম্পানি ফোনটি স্লিম ও হালকা তৈরি করার চেষ্টা করছে।
অন্যান্য ফিচার
OnePlus 15 ফোনে 0916 ভাইব্রেশন মোটর থাকবে বলে জানা গেছে, এর ফলে দারুণ হ্যাপ্টিক ফীডব্যাক পাওয়া যাবে। এই ফোনে সিঙ্গেল পয়েন্ট আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফাইবার গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হতে পারে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68/IP69 রেটিং থাকতে পারে।
OnePlus 15 ফোনের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন
রিপোর্ট অনুযায়ী চীনে 2025 সালের অক্টোবর মাসে আপকামিং OnePlus 15 ফোনটি লঞ্চ করা হতে পারে। এছাড়া গ্লোবাল মার্কেটে এই মডেলটি আগের মডেলের মতোই পরের বছর, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।