OnePlus তাদের নাম্বার সিরিজের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 16 নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। লঞ্চের অনেক আগেই ফোনটির ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে ও প্রসেসর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে। লিক অনুযায়ী, OnePlus 16 আগের প্রজন্মের তুলনায় আরও শক্তিশালী ও আধুনিক হার্ডওয়্যার নিয়ে বাজারে আসতে পারে।

চীনের নির্ভরযোগ্য টিপস্টার Digital Chat Station এবং Old Chain Air OnePlus 16 স্মার্টফোনের একাধিক স্পেসিফিকেশন শেয়ার করেছেন। সেই লিক তথ্যের ভিত্তিতে ফোনটির সম্ভাব্য ফিচারগুলো নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
OnePlus 16-এর সম্ভাব্য প্রসেসর
আগের প্রজন্মের OnePlus 15 স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দিয়ে লঞ্চ হয়েছিল। লিক অনুযায়ী, আপকামিং OnePlus 16 ফোনে আরও আপগ্রেডেড Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর ব্যবহার করা হতে পারে।
যদিও প্রসেসরের নাম পরিবর্তিত হতে পারে, তবে এটি নিশ্চিতভাবেই হবে একটি হাই-এন্ড ফ্ল্যাগশিপ চিপসেট। এর ফলে গেমিং পারফরম্যান্স, AI প্রসেসিং এবং পাওয়ার এফিশিয়েন্স আগের তুলনায় আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।
200MP ক্যামেরা সেটআপে বড় চমক
ক্যামেরা বিভাগে OnePlus 16 ফোনটি বড় আপগ্রেড পেতে চলেছে। লিক অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে—
- 200MP প্রাইমারি ক্যামেরা
- 200MP Periscope Telephoto লেন্স
- দুটি 50MP অতিরিক্ত সেন্সর
- 2MP Multispectral লেন্স
উল্লেখ্য, OnePlus 15 ফোনে ছিল 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর এবং 50MP Telephoto S5KJN5 লেন্স। তুলনামূলকভাবে OnePlus 16-এর 200MP ক্যামেরা সেটআপ ফটোগ্রাফি ও জুম ক্যাপাবিলিটিতে বড় পরিবর্তন আনতে পারে।
Multispectral লেন্স ব্যবহারের ফলে কালার অ্যাকিউরেসি ও ইমেজ ডিটেইল আরও নিখুঁত হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, এই ক্যামেরা মডিউল প্রথমে OPPO Find N6 ফোনে ব্যবহার করা হতে পারে।
9000mAh ব্যাটারি ও Glacier Battery প্রযুক্তি
ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও OnePlus 16 হতে পারে একেবারে আলাদা। লিক অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে—
- 9000mAh বা তার চেয়েও বড় ব্যাটারি
- Glacier Battery প্রযুক্তি
- উন্নত Silicon Nanostack ব্যাটারি স্ট্রাকচার
তুলনামূলকভাবে OnePlus 15 ফোনে ছিল 7300mAh ব্যাটারি, যা PCMark ব্যাটারি টেস্টে 17 ঘণ্টা 06 মিনিট স্কোর করেছিল। সেই হিসেবে OnePlus 16 ফোনটি একই টেস্টে প্রায় 19 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চার্জিং ফিচার হিসেবে OnePlus 15 সিরিজে দেওয়া হয়েছিল 120W SuperVOOC ওয়্যার্ড ও 50W AirVOOC ওয়্যারলেস চার্জিং। OnePlus 16-এ এই চার্জিং স্পিড আরও উন্নত হতে পারে।
200Hz রিফ্রেশ রেটের 2K ডিসপ্লে
ডিসপ্লে সেকশনে OnePlus 16 ফোনটি হতে পারে সবচেয়ে বড় আকর্ষণ। লিক রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে—
- 200Hz রিফ্রেশ রেট LTPO OLED ডিসপ্লে
- 2K রেজোলিউশন
- ফ্ল্যাট স্ক্রিন ডিজাইন
- Ultrasonic In-Display Fingerprint Sensor
উল্লেখযোগ্য বিষয় হলো, OnePlus 15 ফোনে ছিল 165Hz রিফ্রেশ রেটের LTPO OLED ডিসপ্লে। সেই তুলনায় OnePlus 16-এর 200Hz ডিসপ্লে হবে এখন পর্যন্ত OnePlus স্মার্টফোনের মধ্যে সর্বোচ্চ রিফ্রেশ রেট।
OnePlus 16 লঞ্চ টাইমলাইন ও দাম
বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী, OnePlus 16 স্মার্টফোনটির লঞ্চ হতে এখনও কিছুটা সময় বাকি। ধারণা করা হচ্ছে, চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে ফোনটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যারা এই মুহূর্তে ফ্ল্যাগশিপ OnePlus ফোন কিনতে চান, তারা বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন—
- OnePlus 15R – আনুমানিক দাম 47,999 টাকা
- OnePlus 15 – প্রাথমিক দাম 72,999 টাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


