বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২১ মার্চ ওয়ানপ্লাস তাদের হোম মার্কেট চীনে এস সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি OnePlus Ace 3V নামে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে এই বিষয়ে জানানো হয়েছে। একই সঙ্গে এই ফোনটির ইমেজের মাধ্যমে ফোনটির ডিজাইন জানা গেছে এবং ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে।
কোম্পানি ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী OnePlus Ace 3V ফোনটি 21 মার্চ চীনে লঞ্চ করা হবে। এই ফোনটি চীনের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টার সময় একটি ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে। ইভেন্টের ট্যাগলাইনে এআই পারফরমেন্স এবং স্মার্টফোনের দীর্ঘমেয়াদি ব্যাটারি লাইফ সম্পর্কে জানানো হয়েছে।
কোম্পানির রেন্ডারের মাধ্যমে দেখা গেছে OnePlus Ace 3V ফোনটির ডিজাইন কোম্পানির আগের ফোনগুলির থেকে আলাদা হবে। ফোনটিতে নতুন ধরনের ক্যামেরা মডিউল দেখা গেছে। এই মডিউলটির মধ্যেই রিং এলইডি ফ্ল্যাশ যোগ করা হয়েছে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে মাঝখানে ওয়ানপ্লাসের লোগো এবং রাইট সাইডে ভলিউম রকার ও পাওয়ার বাটন আছে। একইভাবে লেফ্ট সাইটে অ্যালার্ট স্লাইডার দেওয়া হয়েছে। ফোনটিকে ব্ল্যাক এবং পার্পল কালারে দেখানো হয়েছে।
OnePlus Ace 3V এর সম্ভাব্য স্পেসিফিকেশন : ডিসপ্লে: চীনে OnePlus Ace 3V ফোনটির ডিসপ্লে সাইজ কত হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 2772 x 1240 পিক্সাল রেজোলিউশন সহ 1.5K OLED স্ক্রিন যোগ করা হতে পারে।
চিপসেট: এই ফোনটিতে Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট যোগ করা হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি এই চিপটি আগামী 18 মার্চ পেশ করা হতে পারে। ফলে এই ফোনটি বিশ্বের প্রথম Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ স্মার্টফোন হতে চলেছে।
স্টোরেজ: ডেটা সেভ করার জন্য এই ফোনটিতে 16GB RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। ক্যামেরা: OnePlus Ace 3V স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে OIS ফিচার সহ 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে। একইভাবে সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য 16MP ক্যামেরা যোগ করা হতে পারে।
ব্যাটারি: OnePlus Ace 3V ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যান্য: এতে এআই ফিচার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 5জি, ওয়াইফাই, ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে। ওএস: এই OnePlus Ace 3V ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14 সহ পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।