বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে আপকামিং OnePlus স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। তাই আপকামিং ফোনটির নাম OnePlus Ace 5 Supreme Edition হবে বলে মনে করা হচ্ছে। এই মাসের শেষের দিকে ফোনটি চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে OnePlus Ace 5 Racing Edition ফোনটিও পেশ করা হবে। Geekbench ডেটাবেসের মাধ্যমে Ace 5 Supreme Edition ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। ফোন ছাড়াও, OPPO Enco Clip এবং একটি অজ্ঞাত OnePlus ইয়ারফোন যথাক্রমে IMDA এবং FCC সার্টিফিকেশন পেয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Ace 5 Supreme Edition ফোনের ডিটেইলস সম্পর্কে।
OnePlus Ace 5 Supreme Edition এর ডিটেইলস
Geekbench সাইটে OnePlus Ace 5 Supreme Edition ফোনটি PLC110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
ডেটাবেসের একটি মাদারবোর্ড সেকশনে k6991v1_64 কোডনেম সহ আটটি কোর রয়েছে। এতে চারটি কোর 2.4GHz, তিনটি কোর 3.30GHz এবং একটি প্রাইমারি কোর 3.73GHz ক্লক স্পীডে কাজ করে।
এতে সম্প্রতি লঞ্চ হওয়া MediaTek Dimensity 9400+ SoC থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
লিস্টিং অনুযায়ী আপকামিং ফোনটিতে 16GB RAM এবং লঞ্চের সময় অন্যান্য ভেরিয়েন্ট থাকবে বলে আশা করা হচ্ছে।
এই ফোনটি Android 15 OS সহ লঞ্চ করা হতে পারে।
Geekbench সাইটে OnePlus Ace 5 Supreme Edition সিঙ্গেল কোর এবং মাল্টি কোর টেস্টে 2,779 এবং 8,660 স্কোর পেয়েছে।
শুধুমাত্র চীনের মার্কেটে OnePlus Ace 5 Supreme Edition ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
OPPO Enco Clip এবং OnePlus ইয়ারফোনের সার্টিফিকেশন ডিটেইলস
IMDA সার্টিফিকেশন সাইটে ETEH1 মডেল নাম্বার সহ OPPO Enco Clip লিস্টেড হয়েছে।
লিস্টিঙের মাধ্যমে OPPO এর আপকামিং অডিও ডিভাইসের নাম কনফার্ম হয়েছে। এটি আগামী সপ্তাহে চীনে Reno 14 সিরিজের সঙ্গে পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।