বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : OnePlus জানিয়েছে এই বছর তাঁরা কোনো ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে না। কোম্পানি 17 মাস আগে এই সেগমেন্টে তাদের OnePlus Open স্মার্টফোন লঞ্চ করেছিল। তবে OnePlus ফোল্ডেবল সেগমেন্ট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে এমন চিন্তা করা একদমই উচিৎ হবে না। ফেব্রুয়ারি মাসে সিলেক্টেড গ্লোবাল বাজারে লঞ্চ হওয়া OPPO Find N5 ফোনটি OnePlus Open 2 ফোন হিসেবে রিব্র্যান্ড করা হবে বলে মনে করা হচ্ছিল। এর আগে এটি OPPO Find N3 ফোনের রিব্র্যান্ড হিসেবে পেশ করা হয়েছিল, তবে এমনটা হচ্ছে না। এবার প্রকাশ্যে আসা নতুন লিক অনুযায়ী OnePlus তাদের নতুন একটি ফোল্ডেবল স্মার্টফোনের উপর কাজ করছে।
আসতে পারে নতুন ওয়ানপ্লাস ফোল্ডেবল
টিপস্টার Max Jambor তাঁর এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছে OnePlus একটি নতুন বুক-স্টাইল ফোল্ডেবল ফোনে কাজ করছে, দুটি খোলা হাতের ইমোজি সহ এই সম্পর্কে জানিয়েছে। মনে করিয়েদিই OnePlus Open স্মার্টফোনও বুক-স্টাইল ডিজাইন সহ লঞ্চ করা হয়েছিল।
টিপস্টার পোস্টের মাধ্যমে OnePlus ‘Pagani’ উল্লেখ করেছে। এটি নতুন ফোল্ডেবল ফোনের অভ্যন্তরীণ কোডনেম হতে পারে।
অন্য একজন টিপস্টার অভিষেক যাদবও জানিয়েছেন OnePlus Pagani একটি ফোল্ডেবল স্মার্টফোন হবে এবং এটি বুক-স্টাইল ডিজাইন সহ লঞ্চ করা হবে।
বর্তমানে এখনও পর্যন্ত ইন্টারনাল কোডনেম এবং ডিজাইন ছাড়া ওয়ানপ্লাস ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ফেব্রুয়ারি মাসে ওয়ানপ্লাসের পক্ষ থেকে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছিল, এই বছর কোম্পানির পক্ষ থেকে ফোল্ডেবল স্মার্টফোন পেশ করা হবে না। তাই এখন OnePlus Pagani ফোনটি তৈরি হচ্ছে এবং 2026 সালে লঞ্চ করা হতে পারে।
এই বছর ওয়ানপ্লাস তাদের ফোল্ডেবল সেগমেন্ট থেকে পিছিয়ে আসার কারণ হিসেবে জানিয়েছে তারা ‘নতুন মানদণ্ড স্থাপন করতে চায় এবং সমস্ত প্রোডাক্ট ক্যাটাগরিতে বর্তমান অবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চায়’। কোম্পানির পক্ষ থেকে জানিয়েছিল এই বার ওপ্পো ফাইন্ড এন5 ফোনটি সবচেয়ে প্রথমে থাকবে। ওয়ানপ্লাস জানিয়ে দিয়েছে কোম্পানি তাদের আপকামিং ফোল্ডেবল ক্যাটাগরি ডিভাইসগুলির উপর নতুন ইনভেশনগুলি ব্যাবহার করবে।
পরবর্তী সময়ে আপকামিং OnePlus Pagani ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। মনে করিয়েদিই ওয়ানপ্লাস ওপেন কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন ছিল এবং এটি 2023 সালে 1,39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এরপর ব্র্যান্ড তাদের ওপেন এপেক্স এডিশন ফোনটি 1,49,999 টাকা দামে পেশ করেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।