বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ডিভাইসের উৎপাদন শুরু করেছে ওয়ানপ্লাস। আগে প্রকাশিত প্রতিবেদনে ডিভাইসটি নিয়ে কাজ করার আনুষ্ঠানিক তথ্য জানা গিয়েছিল। নতুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের প্রথমার্ধেই ডিভাইসটি বাজারজাত করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর ইটিটেলিকম।
টিপস্টার মুকুল শর্মার তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটি ইউরোএশিয়ান ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে ওয়ানপ্লাস প্যাড অ্যান্ড্রয়েড ট্যাবলেটের উৎপাদন শুরু করে দিয়েছে। তিনি বলেন, এটি অনেকটাই নিশ্চিত যে প্রতিষ্ঠানটি শিগগিরই ডিভাইসটি বাজারজাত করবে। ২০২২ সালের প্রথমার্ধেই ট্যাবলেটটি বাজারজাত করা হবে।
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি ওয়ানপ্লাস প্যাড ডিভাইসটির মূল্য ২০ হাজার রুপির নিচে রাখতে পারে বলেও জানান তিনি। প্রযুক্তিবিদদের ধারণা ওয়ানপ্লাসের প্রথম ট্যাবলেট ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২এল থাকবে। মূলত বড় ডিসপ্লের ডিভাইসের জন্যই অপারেটিং সিস্টেমটির ডিজাইন করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১২এল হোমস্ক্রিন, লকস্ক্রিন, নোটিফিকেশন শেড, ডিভাইস সেটআপ স্ক্রিন ও সেটিংসে পরিবর্তন এনেছে।
অন্যদিকে অনলাইনে প্রকাশিত আরেকটি প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছর ওয়ানপ্লাস ৬টি নতুন ডিভাইস বাজারজাত করবে। টিপস্টার ইয়োগেশ ব্রার জানান, সেপ্টেম্বরের মধ্যেই প্রতিষ্ঠানটি ওয়ানপ্লাস১০ প্রো, ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট, ওয়ানপ্লাস নর্ড ২টি, ওয়ানপ্লাস ১০আর, ওয়ানপ্লাস নর্ড৩ এবং ওয়ানপ্লাস ১০ আল্ট্রা নামে স্মার্টফোন আনতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।