বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার ফোল্ডেবল স্মার্টফোন আনতে চলেছে OnePlus। শোনা যাচ্ছে, আগামী বছর তার প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে কোম্পানি।
এবার ফোল্ডেবল স্মার্টফোন আনতে চলেছে OnePlus। শোনা যাচ্ছে, আগামী বছর তার প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে কোম্পানি। রিপোর্ট বলছে, OnePlus ২০২৩ সালে প্রথম ফোল্ডেবল OnePlus স্মার্টফোন লঞ্চ করতে পারে।
কী করতে চলেছে ওয়ানপ্লাস ?
টেক সাইটগুলির রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে অনেকগুলি ফোল্ডেবল ডিভাইস লঞ্চ হতে পারে। সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC 2022) নতুন ফোল্ডেবল স্মার্ট ফোনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন OnePlus-এর সফ্টওয়্যারের প্রধান গ্যারি চেন। তিনি জানিয়েছেন, Google এর সঙ্গে ফোল্ডেবল ফোনের সফ্টওয়্যার নিয়ে কাজ করছে কোম্পানি।
গুগলের সঙ্গে গাঁটছড়া
এখনও ফোল্ডেবল ফোন সম্পর্কে কিছু প্রকাশ করেননি ওয়ানপ্লাস। কোম্পানির প্রতিনিধিদের বক্তব্য থেকে বোঝা যায়, শীঘ্রই OnePlus একটি ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনতে চলেছে। আগামী দিনে OnePlus ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে Google-এর সঙ্গে কাজ করবে। যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে কোম্পানি। যার মধ্যে ফোল্ডেবল ফোন ও নতুন বৈশিষ্ট্য রয়েছে। যা আগামী দিনে OxygenOS 13-এ চালু করতে পারে কোম্পানি।
কী ধরনের ফোল্ডেবল ফোন?
বর্তমানে ওয়ানপ্লাস তার ফোল্ডেবল ডিভাইসের জন্য কোন ডিজাইন ব্যবহার করবে তা জানা যায়নি। তবে টেক সাইটগুলির রিপোর্ট বলছে, Oppo Find N এর মতো একটি স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি। Oppo Find N হল Oppo-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন।
শোনা যাচ্ছে, OnePlus ফোল্ডেবল স্মার্টফোনটি সম্পূর্ণ নতুন ডিজাইনের সঙ্গে আসবে। টেক ব্লগারদের মতে, ইতিমধ্যেই OnePlus ফোল্ডেবল স্মার্টফোনের পেটেন্ট অ্যাপ্লিকেশন করেছে। তিনটে ফোল্ডের ডিসপ্লে স্মার্টফোন হতে পারে এই ডিভাইস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।