বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মাত্র ১৬ হাজার টাকায় কেনা যাবে ওয়ানপ্লাসের স্মার্টফোন। অবিশ্বাস্য মনে হলে সত্যি। চীনের এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি আজ থেকে বাংলাদেশে যাত্রার ঘোষণা দিয়েছে। আর এ উপলক্ষে মাত্র ১৬ হাজার টাকায় বিক্রি করছে ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই। জানলে অবাক হবেন এই ফোনটি বাংলাদেশে তৈরি।
ওয়ানপ্লাস মূলত চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। যাদের যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালের ১৬ ডিসেম্বর। শুরুতে ফ্লাগশিপ কিলার স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ ফ্লাগশিপ ফোনের ফিচার কম দামের ফোনে পাওয়া যেত। ধীরে ধীরে ব্র্যান্ডটি তরুণদের মনে জায়গা করে নেয়। বাজারে আসে ওয়ানপ্লাসের একের পর এক স্মার্টফোন।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ব্যবসা শুরু করল ওয়ানপ্লাস।
শুরুতে সাশ্রয়ী দামের ফোন এনে বাজার মাতাতে চাইছে প্রতিষ্ঠানটি। যার প্রমাণ মিলল ওয়ান প্লাস বাংলাদেশের সিইও মেঙ্ক ওয়াং এর কথায়।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, স্থানীয়ভাবে ওয়ানপ্লাস ফোন তৈরির মাধ্যমে আমরা একটি প্রডাক্ট ইকো সিস্টেম তৈরি করব। যার ফলে বাংলাদেশের ক্রেতারা কম দামে ওয়ানপ্লাস স্মার্টফোন কিনতে পারবেন।
ওয়ানপ্লাস নর্ড এন ৩০ ফোনে মিলবে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম। এতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি।
২২ মে থেকে ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।