বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ওয়ানপ্লাস ইউজারদের জন্য খুশির খবর শোনা গেল। কোম্পানির পক্ষ থেকে’Free Screen Replacement’ প্রোগ্রাম শুরু করা হয়েছে। এই অফারে ব্র্যান্ডের গ্ৰাহকরা এক টাকাও খরচ না করেই ফোনের স্ক্রিন বদলে নিতে পারবেন। গোটা বিশ্বের মধ্যে একমাত্র ভারতে এই অফার চালু করা হয়েছে এবং কিছু নির্দিষ্ট মডেলের ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট প্রোগ্রাম ডিটেইলস সম্পর্কে।
এই OnePlus Smartphone-এ পাওয়া যাবে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট
OnePlus 9R
OnePlus 9
OnePlus 8 Pro
OnePlus 8T
কি এই ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট?
কোম্পানির পক্ষ থেকে ওয়ানপ্লাস ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট প্রোগ্রাম সেইসব ইউজারদের জন্য চালু করা হয়েছে, যাদের OnePlus Smartphones-এ গ্রিন লাইট সমস্যা দেখা গেছে। এই প্রবলেম সবচেয়ে বেশি ওয়ানপ্লাস 8টি, ওয়ানপ্লাস 8 প্রো, ওয়ানপ্লাস 9 এবং ওয়ানপ্লাস 9আর স্মার্টফোনগুলিতে দেখা গিয়েছিল। তাই বর্তমানে কোম্পানি এই মডেলগুলি স্ক্রিন ফ্রিতে বদলে দিচ্ছে।
যেসব ইউজাররা উপরোক্ত স্মার্টফোনগুলি ব্যাবহার করছে এবং তাদের Green line display সমস্যা দেখা দিলে, কাছের যেকোনো ওয়ানপ্লাস সার্ভিস সেন্টারে গিয়ে ফোনের স্ক্রিন বদলে নিতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিসের সাহায্যে পুরনো স্ক্রিন বদলে নতুন স্ক্রিন লাগানো যাবে। জানিয়ে রাখি এই অফার শুধুমাত্র গ্রিন লাইট ডিসপ্লে সমস্যার জন্য প্রযোজ্য।
কি এই গ্রিন লাইট ডিসপ্লে প্রবলেম?
বিভিন্ন স্মার্টফোনগুলির স্ক্রিনে হঠাৎ করে গ্রিন কালারের লাইন দেখা যাচ্ছে। এটি পাতলা ভয়ার্টিক্যাল লাইন যা একাধিক হতে পারে। এই দাগ মোবাইল ডিসপ্লের কন্টেন্টের সামনে সব সময় দেখা যায় এবং ফোন ব্যাবহারের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে।
ফোনের স্ক্রিনের উপর এই গ্রিন লাইট সফটওয়্যারের সমস্যা বলে মনে করা হচ্ছিল, কিন্তু ফোন আপডেট করার পরও সমস্যার সমাধান নয়া হওয়ায় এটি হার্ডওয়্যারের সমস্যা বলে মেনে নেওয়া হয়েছে। OnePlus ছাড়াও Samsung, OPPO, Vivo এবং Realme সহ আরও অন্যান্য কোম্পানির ফোনেও এই সমস্যা দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।