বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাত্র ১৩ হাজার টাকায় নতুন ৫জি ফোন আনল ওপো। ফাটাফাটি ক্যামেরার সঙ্গে রয়েছে দারুণ ডিসপ্লে এবং স্টোরেজ ক্যাপাসিটি। আজকাল স্মার্টফোনে অনেকেই ভালো ক্যামেরা চান। সেই চাহিদা মেটাতে হাজির হয়েছে ওপো কে১২এক্স মডেল। দেরি না করে ফোনের বিস্তারিত ফিচার্স জেনে নিন।
স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে হাজির ওপো। বাজেট-ফ্রেন্ডলি দামে লঞ্চ হল ওপো কে১২এক্স মডেল। এই ফোনে ৫জি’র পাশাপাশি মিলবে সেরা ক্যামেরা, ফাস্ট চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ। কে সিরিজে কোম্পানির এটাই প্রথম ৫জি স্মার্টফোন। ওয়ানপ্লাসকে টেক্কা দিতে গুচ্ছের ফিচার্স রাখা হয়েছে স্মার্টফোনে। মিলবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২৫৬ জিবি স্টোরেজ।ওপো কে১২এক্স : দাম ও অফার
হাতে টাকা কম কিন্তু ভালো ফিচার্স যুক্ত স্মার্টফোন কেনার ইচ্ছা ষোলো আনা। সেই সকল গ্রাহকদের জন্য এই ফোনের দামে বিরাট চমক রেখেছে কোম্পানি। এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে বাজারে। একটি ৬ জিবি + ১২৮ জিবি। যার দাম ১২,৯৯৯ টাকা। আর একটি ৮ জিবি + ২৫৬ জিবি। যার দাম ১৫,৯৯৯ টাকা। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ওপো কে১২এক্স এর বিক্রি শুরু হবে ২ অগাস্ট থেকে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে এটি অর্ডার করতে পারবেন। অফার চলাকালীন হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে ফোনের উপর।
ওপো কে১২এক্স : ফিচার্স
প্রথমেই বলে রাখি, এটি একটি ৫জি স্মার্টফোন। তাই কানেক্টিভিটি নিয়ে অসুবিধা হবে না। জিয়ো, এয়ারটেলের সীমাহীন ৫জি অফারের লাভ নিতে পারবেন। ডিসপ্লে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ডুয়াল পান্ডা গ্লাস সুরক্ষা রয়েছে ফোনে। একাধিক ট্যাব একসঙ্গে ব্যবহার করার জন্য রয়েছে দ্রুত গতির মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর।
এতে ৬ জিবি এবং ৮ জিবি ব়্যাম পাওয়া যাবে। ইন্টার্নাল স্টোরেজ মিলবে সর্বাধিক ২৫৬ জিবি। যা মাইক্রো SD কার্ড দিয়ে বাড়াতেও পারবেন। দাম কম হলেও ক্যামেরা রয়েছে ফাটাফাটি। পিছনে ৩২ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি ডেপ্থ ক্যামেরাও পাওয়া যাবে পিছনে।
দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজারে এলো অপো এ৩এক্স ৫ জি, জানুন দাম ও স্পেসিফিকেশন
স্মার্টফোনে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫,১০০ এমএএইচ এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির ক্ষেত্রে ৫জি, ৪জি এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। ধুলো-বালি থেকে রক্ষার জন্য আইপি৫৪ রেটিং রয়েছে স্মার্টফোনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।