বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দুর্দান্ত ফিচারে নতুন ফাইভজি ফোন বাজারে এনেছে চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। মডেল ওয়ানপ্লাস নর্ড এন৩০০ ৫জি। জনপ্রিয় বাজেট ফোন ওয়ানপ্লাস নর্ড এন২০০ ফাইভজির উত্তরসূরি।
ওয়ানপ্লাসের নতুন এ ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। ৮ মেগাপিক্সেল ক্যামেরা রাখা হয়েছে সেলফিপ্রেমীদের জন্য। নাইটস্কেপ, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের মতো ফিচার রয়েছে এই ফোনের ক্যামেরায়। ক্যামেরায় একাধিক ফিচার থাকায় কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা সম্ভব হবে।
এতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটিতে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ চিপসেট। ৪ জিবি র্যামের এই ফোনে রয়েছে ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রো-এসডি কার্ড স্লটও রয়েছে।
৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ রয়েছে ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি। বড় ব্যাটারি থাকায় ভিডিও স্ট্রিমিং বা গেম খেললেও সারাদিন সচল থাকবে ফোনটু। শুধু ইন্টারনেট ব্যবহারে সচল থাকবে দুই দিন। নিরাপত্তার জন্য ফোনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। গুগলের অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ইউজার ইন্টারফেস রয়েছে ওয়ানপ্লাসের নতুন এ ফোনে। ফোনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৮ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।