বড় চমক নিয়ে বাজারে আসছে ওয়ানপ্লাস নর্ড ২টি

ওয়ানপ্লাস নর্ড ২টি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল দুনিয়ায় ফের নতুন সম্ভাব নিয়ে হাজির হাতে চলেছেন ওয়ান প্লাস সিরিজ। শীঘ্রই বাজারে আসছে ওয়ান প্লাস নর্ড ২টি। ইউরোপের বাজারে আগামী ১৯ মে লঞ্চ করা হচ্ছে নতুন ওয়ানপ্লাস নর্ড ২টি ফোন।

ওয়ানপ্লাস নর্ড ২টি

ওয়ানপ্লাস কোম্পানির তরফে এখনও তাদের নতুন ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু একটি ব্লগপোস্ট অনুযায়ী ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনে রয়েছে ৮০ ডব্লু ফাস্ট চার্জ।

ওয়ানপ্লাস নর্ড ২টি হ্যান্ডসেটে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট এমোলেড ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। নর্ড ২টি ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট। নর্ড ২টি ফোনে রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। নর্ড ২টি ফোনে রয়েছে লেটেস্ট অক্সিজেন ওএস১২ ভার্সন।

ক্যামেরা অপটিক্সের কথা বললে, নর্ড ২টি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর ডিভাইসের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের IMX615 সেলসি ক্যামেরা থাকছে।

ইউটিউবে দর্শকদের মেম্বারশিপ উপহার দিতে পারবে নির্মাতারা

পাওয়ার ব্যাকআপের জন্য, ওয়ানপ্লাসের এই ফোনে ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।