বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি সপ্তাহে আরও দুটি নতুন 5G ফোন নিয়ে আসছে OnePlus Nord। 5 জুলাই লঞ্চের আগে কোম্পানি ইতিমধ্যেই OnePlus Nord 3 5G এর বেশ কিছু স্পেসিফিকেশনও নিশ্চিত করেছে। জানিয়ে দেওয়া হয়েছে, এই হ্যান্ডসেটটিতে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি MediaTek Dimensity 9000 প্রসেসর বিশিষ্ট হবে। আর এই স্মার্টফোনটি চীনের OnePlus Ace 2V এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে চলেছে বলে খবর।
OnePlus Nord 3 5G এর ফিচার:
স্মার্টফোনটির 6.74-ইঞ্চি ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে 120Hz।
ফোনটিতে AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার রেজোলিউশনের হবে 1.5K।
হ্যান্ডসেটটি দুটি রঙের ভেরিয়েন্টে আসবে – টেম্পেস্ট গ্রে এবং মিস্টি গ্রিন।
হ্যান্ডসেটে 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ দেওয়া হবে।
ডিভাইসটিতে MediaTek Dimensity 9000 প্রসেসর থাকবে।
স্মার্টফোনটিতে 16GB পর্যন্ত RAM অপশন থাকবে।
এই ফোনটি Android 13-এর উপর ভিত্তি করে Oxygen OS 13.1-এ কাজ করবে।
এতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রধান লেন্স হবে একটি 50MP Sony IMX890 সেন্সর।
জানা গিয়েছে, OnePlus 11-এও এই একই সেন্সর ব্যবহার করা হয়েছে। এটিতে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP তৃতীয় সেন্সর সংযুক্ত থাকবে।
স্মার্টফোনটিতে 16MP সেলফি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
এর ব্যাটারি পাওয়ার হবে 5000mAh। যা 80W SuperVOOC চার্জিং সহ আসবে।
OnePlus Nord 3 5G এর দাম কত?
স্মার্টফোনটির অফিসিয়াল মূল্য 5 জুলাই ঘোষণা করা হবে। আশা করা হচ্ছে যে কোম্পানি এটিকে মিড রেঞ্জ বাজেটে লঞ্চ করতে পারে। এই ডিভাইসটি প্রাথমিক বাজেটে 30 থেকে 35 হাজার টাকায় লঞ্চ করা যেতে পারে। জল্পনা অনুযায়ী, iQOO Neo 7 5G স্মার্টফোনটির প্রাথমিক মূল্য 32,999 টাকা পর্যন্ত দামে আসতে পারে। আর এর সঙ্গেই পাল্লা দিতে OnePlus-র নতুন ফোনটিরও দাম এর ধারেকাছে থাকবে।
প্রসঙ্গত, কোম্পানি সূত্রে খবর মিলেছে যে চিনে মার্চ মাসেই বাজারে এসে গিয়েছিল এই ফোনটি। আর 5ই জুলাই OnePlus Nord 3 5G-র পাশাপাশি দুর্দান্ত কিছু বৈশিষ্ট্য নিয়ে OnePlus Nord CE 3 Lite এবং OnePlus Nord Buds 2r-ও লঞ্চ করতে চলেছে OnePlus।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।