লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল OnePlus Nord 4 5G পোস্টার, থাকছে দুর্ধর্ষ যত ফিচার

OnePlus Nord 4 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : OnePlus তার Summer Launch ইভেন্ট আয়োজিত করতে প্রস্তুত। এই ইভেন্টটি আগামী 16 জুলাই ইতালির মিলান শহরে করা হবে। ওয়ানপ্লাস সমর লঞ্চ ইভেন্টে OnePlus Nord 4 5G, OnePlus Buds 3 Pro এবং OnePlus Watch 2R বাজারে চালু করবে।

OnePlus Nord 4 5G

সম্প্রতি একটি লিকে ওয়ানপ্লাস নর্ড 4 ফোনের স্কিমেটিক ডিজাইন প্রকাশ হয়েছিল। এখন আপকামিং স্মার্টফোনের একটি অফিসিয়াল পোস্টার লিক হয়েছে। এই পোস্টার থেকে নতুন ওয়ানপ্লাস ফোনের ডিজাইন প্রকাশ হয়েছে। আসুন ওয়ানপ্লাস নর্ড 4 5G সম্পর্কে জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস ক্লাব এর তরফে X সাইটে আপকামিং ওয়ানপ্লাস নর্ড 4 5G স্মার্টফোনের একটি পোস্টার শেয়ার করা হয়েছে। স্মার্টফোন ফ্ল্যাট ফ্রেম দেখা গেছে। ভলিউম রকর এবং পাওয়ার বাটন ফোনের ডান দিকে দেখা যাচ্ছে, পাশাপাশি আলর্ট স্লাইডার বাম দিকে দেওয়া।

ফোনের ব্যাক সাইডে ভার্টিকাল ক্যামেরা সেটআপ আলাদা রকমের দেওয়া, যা আমরা ওয়ানপ্লাসের এর গত বছরের মডেল OnePlus Nord 3 ফোনে রয়েছে।

ব্র্যান্ড নর্ড 4 5G ফোনে দুটি ভার্টিকাল সেট করা ক্যামেরা রিং এবং ডান দিকে একটি LED ফ্ল্যাশ হবে।

নর্ড 4 5G ফোনের পিছনে ডুয়াল টোন ডিজাইন অফার করা হবে। ফোনের ক্যামেরা সেন্সরের নীচের দিকে থাকবে গ্লসি ফিনিশ। পাশাপাশি কোম্পানি প্যানেল মেটল ফিনিশ থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি আগেই জানিয়েছিল যে স্মার্টফোনে মেটাল ইউনিবডি দেওয়া হবে।

আমন্ত্রণ আর নিমন্ত্রণ এর মধ্যে পার্থক্য কী? অনেকেই জানেন না

ফ্রন্টে ডিজাইনের কথা বললে, এতে একটি সেন্ট্রাল-এলাইন্ড পঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে হবে যার ধারে স্লিম বেজল দেওয়া হবে।