বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ওয়ানপ্লাস এর নতুন স্মার্টফোন OnePlus Nord 4 লঞ্চ হতে আর কয়েক দিন বাকি। এটি 16 জুলাই ভারতে লঞ্চ করা হবে।
তবে নতুন মডেল আসার আগেই পুরানো মডেলে বাম্পার ডিসকাউন্ট অফার করা হচ্ছে। আসলে OnePlus Nord 3 5G ফোনটি ই-কমার্স সাইট Amazon -এ সস্তায় বিক্রি হচ্ছে।
এই ফোনটিকে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP54 রেটিং সহ আসে। এছাড়া ফোনে দুর্দান্ত ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় পাবেন এই ফোন।
ওয়ানপ্লাস এর এই ফোনটি 33,999 টাকার দামে আনা হয়েছিল। এই দামে ফোনের 8GB RAM+128GB মডেল পাওয়া যেত। এছাড়া ফোনের 16GB RAM+256GB স্টোরেজের দাম 37,999 টাকা রাখা হয়েছিল।
কত টাকা সস্তায় কেনা যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড 3 5G ফোন
অ্যামাজন সাইটে ওয়ানপ্লাস নর্ড 3 5G ফোনের 8GB RAM+128GB ভ্যারিয়্যান্ট বর্তমান সময় মাত্র 20,999 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে ফোনে পুরো 13000 টাকার ছাড় পাওয়া যাবে।
এছাড়া গ্রাহকরা চাইলে তাদের পুরানো ফোন এক্সচেঞ্জ করে, নতুন ফোনের দাম আরও কম করতে পারেন।
অনলাইন সাইটে এই ফোনে 18,450 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনস পাওয়া যাচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।
ওয়ানপ্লাস নর্ড 3 5G ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লের কথা বললে, এই ফোনে 6.74-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করবে।
পারফরম্যান্সের জন্য এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 চিপসেট সহ আনা হয়েছে।
RAM এবং স্টোরেজের ক্ষেত্রে ফোনে 16GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া।
ফটোগ্রাফির জন্য ফোনে OIS সাপোর্ট সহ 50MP সোনি IMX890 সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স সোনি IMX355 সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
রোমান্সের দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
পাওয়ার দিতে ওয়ানপ্লাস ফোনে 80W SuperVOOC চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।