ওয়ানপ্লাসকে বলা হয় এন্ড্রয়েডের আইফোন। আবার ওয়ানপ্লাসকে গরিবের আইফোনও বলা হয়ে থাকে। স্যামসাং এর পর অ্যান্ড্রয়েডে সবচেয়ে ভালো ব্র্যান্ডেড ফোন হিসাবে ওয়ানপ্লাসকেই অনেকে মনে করে থাকেন।
সম্প্রতি OnePlus Nord CE 2 5G নামে একটি ফোন লঞ্চ হয়েছে ভারতে।, ফোনটি ওয়ানপ্লাসের সবচেয়ে ভ্যালু ফর মানি বাজেট ফোন হতে যাচ্ছে.
ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনটি OnePlus Nord CE এর সাকসের। এটি পূর্বের ভার্সনকে কিছুটা আপডেট করে ব্যবহারকারীদের আরও একটু ভালো অভিজ্ঞতা দিবে। যদিও এই বাজেটে সাধারণত সব মোবাইল কোম্পানিগুলোর ভালো মানের ফোন বাজারে সব সময় থাকে। যে কারণে ফোনটিকে অনেক বেশী কম্পিটিশন ফেস করতে হবে।
দুটি ভেরিয়েশনে OnePlus Nord CE 2 5G ফোনটি ভারতের মার্কেটে পাওয়া যাচ্ছে। একটি হলো ৬ জিবি র্যাম দিয়ে যা ভারতের বাজারে ২৩,৯৯৯ টাকায় পাওয়া যাবে। বাংলাদেশের মার্কেটে ৩০০০০ টাকার কাছাকাছি পড়তে পারে। অন্যটি ৮ জিবি র্যামসহ আসবে। যার দাম ভারতে ২৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। বাংলাদেশের বাজারে ৩০,০০০ টাকার একটু বেশি পড়তে পারে। দুটো ফোনই ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। মজার বিষয় হলো ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনটি ওয়ানপ্লাস নর্ড সিই এর ডিজাইনে আসবে না, নতুন ডিজাইনটি আরও বেশী প্রিমিয়াম । যদিও এর ডিজাইনটি অনেকটা অপো রেনো ৭ এর মতো দেখা যাচ্ছে।
নতুন ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর। এছাড়াও এই ফোনের ব্যাক প্যানেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। অ্যানড্রয়েড ১১ আউট অফ দ্য বক্স সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, রয়েছে মাইক্রো এসডি কার্ডের স্লট এবং ৬৫ ওয়াটের সুপার VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।
OnePlus Nord CE 2 5G ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) OnePlus Nord CE 2 5G ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১১ এবং OxygenOS 11- র সাপোর্ট। এই দুইয়ের সাহায্যেই পরিচালিত হবে ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোন।
- একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। HDR10+ সাপোর্ট রয়েছে এই ডিসপ্লেতে। আর স্ক্রিন প্রোটেক্টর হিসেবে রয়েছে গোরিলা গ্লাস ৫ প্রোটেক্তর।
- ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৯০০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম।
- ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ), ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়া ফোনের ডিসপ্লেতে ১৬ মেগাপিক্সেলের সোনি IMX471 সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে।
- ওয়ানপ্লাস নর্ড সিই২ ৫জি ফোনে রয়েছে ১২৮ জিবির UFS 2.2 স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ১টিবি পর্যন্ত বাড়ানো যায়।
- কানেক্টিভিটি অপশন হিসেবে OnePlus Nord CE 2 5G ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এনএফসি, জিপিএস সাপোর্ট। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক।
- এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ৬৫ ওয়াটের সুপার VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া সম্ভব। ফোনের ওজন ১৭৩ গ্রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।