দুর্দান্ত ফিচারের সঙ্গে বাজার কাঁপাতে আসলো ওয়ানপ্লাসের নতুন দুইটি ফোন

OnePlus Nord CE 3 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রায় প্রতি মাসে কোনো না কোনো নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। সব ফোনের কথা আমরা হয়তো জানতেও পারি না। তবে এমন কিছু স্মার্টফোন রয়েছে যারা লোকের মুখে মুখে ফেরে নিজেদের পারফরম্যান্স এবং দুর্দান্ত ফিচারের জন্য। ফলে যারা ফোন কিনতে চাইছেন, তাদের জন্য অনেক সুবিধা হয়ে যায়।

OnePlus Nord CE 3 5G

এই আগস্ট মাসের জন্য দুটো সেরা ফোন আপনাদের জন্য বেছেছি আমরা। আশা করি খুব খারাপ লাগবে না। অবশ্যই সবার পছন্দ সমান হয় না। তাই নিজের পছন্দের সঙ্গে একবার মিলিয়ে দেখে নিন এই ফোন দুটি ভালো লাগে কি না।

OnePlus Nord CE 3 5G : ওয়ানপ্লাস নর্ড থ্রি-তে রয়েছে ৬.৭৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটিতে ১০৮০ পি রেজোলিউশন এবং ১২০হার্জ রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে সহ এইচডিআর ১০+ এবং নিরাপত্তার জন্য ড্রাগনট্রেইল গ্লাস সাপোর্ট রয়েছে। ফোনটিতে রয়েছে ২৫৬ জিবি ইউএফএস৩.১ ইন্টারনাল স্টোরেজ, ৭৮২জি প্রসেসর এবং ১২ জিবি এলপিডিডিআর৫ এক্স RAM ।

নর্ড সিই ৩ ৫জিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (সনি আইএমএক্স ৮৯০ সেন্সর), সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ এ রয়েছে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

OnePlus Nord 3 : ওয়ানপ্লাস নর্ড ৩ স্মার্টফোন একটি ৫জি ফোন যার ডিসপ্লে ১.৫কে রেজোলিউশনের এবং এর আকার প্রায় ৬.৭৪ ইঞ্চি হতে পারে। মূল নর্ড সিরিজের ফোনগুলির মতো এতেও থাকবে অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও পেতে পারেন, মিডিয়াটেক ডাইমেনশন ৯০০০ এসওসি চিপসেট।

ভোজপুরি অভিনেতার সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন কাজল, ভাইরাল ভিডিও

এটি একটি ফ্ল্যাগশিপ-গ্রেড চিপসেট, যা কোম্পানির সম্প্রতি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস প্যাডকেও পাওয়ার দেয়। ওয়ানপ্লাস নর্ড ৩-ও দারুণ পারফরমেন্স এক্সপিরিয়েন্স দেবে বলে আশা করতেই পারেন। ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা।