বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : OnePlus খুব তাড়াতাড়ি তাদের OnePlus Nord CE 4 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।এই নতুন OnePlus স্মার্টফোনটি 1 এপ্রিল ভারতে স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ লঞ্চ হতে চলেছে। ফোনটি বাজারে আসার আগেই এর দাম লিক হয়ে গেল। ওয়ানপ্লাস নরড সিই 4 5জি ফোনটি 24,999 টাকা দামে লঞ্চ হতে পারে বলে জানা যাচ্ছে।
OnePlus Nord CE 4 এর দাম (লিক)
8GB RAM + 128GB Storage = ₹24,999
8GB RAM + 256GB Storage = ₹26,999
টিপস্টার অভিষেক যাদব OnePlus Nord CE 4 স্মার্টফোনের দাম শেয়ার করেছে। লিক অনুযায়ী এই ফোনটি 8জিবি RAM সহ লঞ্চ হবে এবং দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। টিপস্টার এই ফোনের 128জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা এবং 256জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা হবে বলে জানিয়েছে।
OnePlus Nord CE 4 এর স্পেসিফিকেশন
প্রসেসর: OnePlus এর পক্ষ থেকে আগেই বলা হয়েছে ভারতে OnePlus Nord CE 4 স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপষেট সহ লঞ্চ হবে। এতে 2.63 গিগাহার্টজ ক্লক স্পীডে কাজ করবে।
মেমরি: ভারতে OnePlus Nord CE 4 স্মার্টফোনটিকে 8জিবি RAM সহ লঞ্চ করা হবে। কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটিতে 8জিবি ভার্চুয়াল RAM সহ ফিজিক্যাল RAM মিলিয়ে 16জিবি RAM পর্যন্ত পাওয়া যাবে।
ডিসপ্লে: OnePlus Nord CE 4 5G স্মার্টফোনটি ফুলএচডি+ স্ক্রিন সহ লঞ্চ করা হবে। এই ফোনটি এমোলেড প্যানেলে তৈরি 120হার্টজ রিফ্রেশ রেটে কাজ করবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE 4 5G স্মার্টফোনটিতে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানা গেছে এই ফোনটি 100ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ লঞ্চ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।