বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছর এপ্রিল মাসে মিড বাজেট রেঞ্জে ওয়ানপ্লাস তাদের Nord সিরিজের OnePlus Nord CE 4 স্মার্টফোন লঞ্চ করেছিল। 2025 সালের শুরু হতে না হতেই টেক জগৎএর এই ফোনটির নেক্সট জেনারেশন মডেল OnePlus Nord CE 5 ফোনের সম্পর্কে সমালোচনা শুরু হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই OnePlus Nord CE 5 ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে সম্প্রতি লিকের মাধ্যমে আপকামিং ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
OnePlus Nord CE 5 এর স্পেসিফিকেশন (লিক)
6.7″ 120Hz OLED Display
MediaTek Dimensity 8350
8GB RAM + 256GB storage
50MP Dual Rear Camera
16MP Front Camera
7,100mAh Battery
80W Fast Charging
ডিসপ্লে
OnePlus Nord CE 5 5G ফোনটিতে 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। ওএলইডি প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ফুলএইচডি স্ক্রিন থাকতে পারে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
প্রসেসর
OnePlus Nord CE 5 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনের সিপিইউ 2.2GHz থেকে 3.35GHz ক্লক স্পীডে কাজ করবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OnePlus Nord CE 5 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। লিক অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল LYT600 বা IMX882 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল IMX355 ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Nord CE 5 5G ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ব্যাটারি
OnePlus Nord CE 5 ফোনের বিশেষত্ব হল এর ব্যাটারি। এই ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,100এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
OnePlus Nord CE 4
বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে OnePlus 5G ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশন 27,499 টাকা এবং 256GB স্টোরেজ অপশন 29,499 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে এটি আরও সস্তায় পাওয়া যাচ্ছে।
এই ফোনটিতে Snapdragon 7 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP OIS ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা রয়েছে। OnePlus 5G ফোনে 6.7 ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।