বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : OnePlus-এর Nord Series-এর স্মার্টফোনে চলছে অসাধারণ অফার। ২০২৪ সালে বাজারে আসা OnePlus Nord CE4 5G এখন পাওয়া যাচ্ছে ৫০০০ টাকা কম দামে, সাথে রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট।
নতুন দাম
লঞ্চের সময় OnePlus Nord CE4 5G স্মার্টফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের দাম ছিল ২৪,৯৯৯ টাকা, কিন্তু বর্তমানে এটি Amazon-এ মাত্র ২১,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে ২ হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টও থাকছে। অর্থাৎ, আপনি মাত্র ১৯,৯৯৮ টাকায় কিনে ফেলতে পারবেন এই ৫জি স্মার্টফোনটি। এছাড়া, পুরনো ফোন এক্সচেঞ্জ করে ২০,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টও পাওয়া যাবে।
স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং ১১০০ নিট ব্রাইটনেস।
- প্রসেসর: Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট এবং Android 14 ভিত্তিক OxygenOS।
- ক্যামেরা: ৫০MP মেইন ক্যামেরা, ৮MP সেকেন্ডারি ক্যামেরা, এবং ১৬MP সেলফি ক্যামেরা।
- ব্যাটারি: ৫৫০০mAh ব্যাটারি এবং ১০০W SuperVOOC ফাস্ট চার্জিং সুবিধা।
এখনই অফারটি মিস না করে কিনে ফেলুন OnePlus Nord CE4 5G!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।