OnePlus Nord N20 SE স্মার্টফোনটি আগস্টের ৮ তারিখে বিশ্বব্যাপী রিলিজ হয়েছে। Nord N সিরিজের স্মার্টফোন স্পেসিফিকেশন এবং প্রাইসের মধ্যে ভালো সমন্বয় করতে পারার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে।
এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটিতে processor হিসেবে MediaTek Helio G35 চিপসেট ব্যবহার করা হবে।
৪ জিবি র্যাম এ হ্যান্ডসেটে ইন্সটল করা থাকবে। পেছনে ৫০ মেগা পিক্সেল এবং ২ মেগাপিক্সেল এর দুইটি ক্যামেরা সেন্সর থাকবে। স্মার্টফোনটির মধ্যে ৬৪ জিবি এর ইন্টার্নাল স্টোরেজ থাকবে।
হ্যান্ডসেটটির ডিসপ্লের সাইজ হবে ৬.৫৬ ইঞ্চি। ব্যাটারি এর ক্যাপাসিটি হবে ৫০০০ মেগাহার্জ। Power VR GE8320 গ্রাফিক্স কার্ড ইনস্টল করা থাকবে এ হ্যান্ডসেটে।
স্মার্টফোনটির ওজন হবে ১৮৭ গ্রাম। নীল এবং কালো রং এর দুটি ভেরিয়েন্ট উপস্থিত থাকবে। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার তো থাকছেই। ডিসপ্লের রেজুলেশন হবে ৭২০*১৬০০ পিক্সেল।
ডিসপ্লের টাইপ হবে আইপিএস এলসিডি। প্রায় বেজেবিহীন ডিসপ্লের হ্যান্ডসেট হবে এটি। ৬০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অপশন থাকবে। স্ক্রিন থেকে বডির রেশিও হবে ৮৫ শতাংশ।
ওয়ানপ্লাসের এই স্মার্টফোনের সেলফি ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেল। সামনের এবং পেছনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি অপশন ব্যবহার করে ভিডিও করা যাবে। তবে ভিডিও করার ক্ষেত্রে ৩০ এফপিএস এর বেশি ব্যবহার করার অপশন নেই।
স্মার্টফোনটির ক্যামেরায় ইলেকট্রিক ইমেজ স্টেবালাইজেশন ফিচার যোগ করা থাকবে। ক্যামেরায় অটোফোকাস অপশন থাকছে। ওয়ানপ্লাসের দাবি অনুযায়ী মোবাইলের ব্যাটারি এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হতে সক্ষম।
বাংলাদেশে OnePlus Nord N20 SE স্মার্টফোনের দাম ২০ হাজার টাকা। ভারতে ১৫ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।