বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০২৪ এ বেশ কিছু সেরা স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাতে আপনি দারুণ ক্যামেরা ও 5G -সহ প্রচুর ফিচার্স পেতে চলেছেন। যার দামও বেশ কম।
এর মধ্যে OnePlus Nord CE 3 এবং Redmi Note 13 Pro Plus -এর মত একাধিক সেরা ফোন রয়েছে। এই ফোনগুলির দাম কত জেনে নিন।
2024 স্মার্টফোন লঞ্চের ক্ষেত্রে দারুণ হয়েছে। এই বছরে বিভিন্ন দামের সেগমেন্ট জুড়ে বেশ কিছু সেরা ফোন লঞ্চ করা হয়েছে, যার মধ্যে OnePlus, iQoo, Realme -এর মতো কোম্পানির ডিভাইসগুলি। ফলে আপনি যদি এই বছর নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন। তাহলে আপনার জন্য সেরা পাঁচটি ফোনের বিকল্প নিচে দেওয়া হল।
iQoo Neo 9 Pro: আইকিউ নিও 9 প্রো স্মার্টফোনে মিলবে 50 মেগাপিক্সেল Sony IMX920 প্রাইমারি ক্যামেরা। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। এতে 5,160mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং 120W SuperVOOC ফাস্ট চার্জিং পাওয়া যাবে। মিলবে Funtouch OS 14 ভিত্তিক অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। ভারতে আইকিউ নিও 9 প্রো ফোনের দাম – 8GB+128GB ভ্যারিয়েন্টে 35,999 টাকা।
POCO X6: Poco X6 ফোনেই থাকছে AMOLED ডিসপ্লে এবং 67W ফাস্ট চার্জিং। প্রথম X6 Pro 8GB + 246GB স্টোরেজ। যার দাম 24,999 টাকা। আরেকটি 12GB + 512GB স্টোরেজ। এটির দাম 26,999 টাকা। ইয়েলো, রেসিং গ্রে, স্পেকচার ব্ল্যাক রংয়ে পাওয়া যাবে। অন্যদিকে Poco X6 এর 8GB + 256GB এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 18,999 এবং 21,999 টাকা।
OnePlus Nord CE 3 Lite: এটি সংস্থার প্রথম স্মার্টফোন যেখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। ওয়ানপ্লাস নর্ড সিই 3 লাইট 5G দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে – 8 জিবি ও 128 জিবি এবং 12 জিবি ও 256 জিবি। বেস ভেরিয়েন্টের যদি কথা বলি অর্থাৎ 8 জিবি ও 128 জিবির দাম 19,999 টাকা। অপরদিকে টপ এন্ড ভেরিয়েন্ট অর্থাৎ 12 জিবি ও 256 জিবির দাম 21,999 টাকা।
Redmi Note 13 Pro Plus: রেডমি নোট 13 প্রো প্লাসে রয়েছে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ফোনেই মিলবে 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি। রেডমি নোট 13 প্রো প্লাস এবং রিয়েলমি 12 প্রো প্লাসের দাম 31,999 টাকা।
Realme 12 Pro: এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে 29,999 টাকা দিতে হবে। এছাড়াও, 8GB + 256GB এর জন্য আপনাকে 31,999 টাকা দিতে হবে। টপ ভেরিয়েন্ট 12GB RAM 256GB স্টোরেজের জন্য আপনাকে 33,999 টাকা দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।