বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর নিম্নকক্ষে ওয়ানওয়েবের স্যাটেলাইট উেক্ষপণ করবে ইলোন মাস্কের স্পেসএক্স। এ লক্ষ্যে দুটি প্রতিষ্ঠানের মধ্যে নতুন চুক্তি হয়েছে। খবর আইএএনএস।
ওয়ানওয়েব ভারতী গ্লোবাল ও যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, স্পেসএক্সের রকেট ব্যবহারের মাধ্যমে তারা স্যাটেলাইট উেক্ষপণ অব্যাহত রাখবে। ২০২২ সালেই স্পেসএক্সের মাধ্যমে প্রথম উেক্ষপণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর মাধ্যমে পৃথিবীর নিম্নকক্ষপথে ওয়ানওয়েবের মোট স্যাটেলাইটের সংখ্যা ৪২৮ ছাড়িয়ে যাবে। ওয়ানওয়েবের স্যাটেলাইট বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চগতিসম্পন্ন লো লেটেন্সির সংযোগ দেবে।
ওয়ানওয়েবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নেইল মাস্টারসন বলেন, স্পেসএক্সের সহযোগিতার জন্য ধন্যবাদ। এর মাধ্যমে মহাকাশের সীমাহীন সম্ভাবনার দ্বার উন্মোচনে আমাদের যে লক্ষ্য তার প্রতিফলন ঘটছে।
স্পেসএক্সের সহযোগিতায় স্যাটেলাইট উেক্ষপণের মাধ্যমে পৃথিবীর নিম্নকক্ষে আমাদের স্যাটেলাইট বহর স্থাপন শেষ হবে এবং বিশ্বে দ্রুতগতির ও নিরাপদ ইন্টারনেট পরিষেবা দেয়া সম্ভব হবে। স্যাটেলাইট উেক্ষপণে শর্তাবলির বিষয়ে স্পেসএক্সের ইলোন মাস্কের সঙ্গে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।