আমদানিকারকদের চাপ সত্ত্বেও কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্তে সরকার অটল বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি দিতে আমদানিকারকদের চাপ রয়েছে। তবে চাপ স্বত্বেও কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্তে সরকার অটল রয়েছে।
আলুর দাম কমে যাওয়ায় এবার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আকস্মিক কোনো বড় সমস্যা না হলে এবার আমনের বাম্পার ফলন হবে।
গ্যাস ও সারের দাম প্রসঙ্গে কৃষি উপদেষ্টা বলেন, দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে। সারের ক্ষেত্রে নীতিমালা করা হয়েছে। সার সরবরাহের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হবে। আর গ্যাসের দাম বাড়লেও এর সঙ্গে সারের দামের কোন সম্পর্ক নেই।
চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড়, ৫ কারখানায় অভিযান
কৃষি খাতের বিভিন্ন পর্যায়ে নিয়োগ চলমান রয়েছে বলেও জানান উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, তবে কোনোভাবেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



