জুমবাংলা ডেস্ক : সরবরাহ বাড়ায় দু’দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা।
দুদিন আগে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।
পেঁয়াজের দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষ।
সাহসী দৃশ্যে ভরপুর উল্লুর নতুন ওয়েব সিরিজ, ঘরের দরজা বন্ধ করে একা দেখুন
বিক্রেতারা জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত টানা ৮ দিন হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম কিছুটা উর্ধ্বমুখী ছিল। আমদানি বাড়ায় ফের মোকামে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।