জুমবাংলা ডেস্ক : পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে সাত থেকে আট টাকা। পেঁয়াজের দাম কমায় ব্যবসা নিয়ে আশাবাদী পাইকাররা। শুল্ক প্রত্যাহার আজ শনিবার (সাত আগস্ট) থেকে কার্যকর হওয়ায় দাম আরো দুই থেকে তিন টাকা কমতে পারে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পূর্বের তুলনায় আমদানির পরিমান বেড়েছে। পূর্বে বন্দর দিয়ে তিন থেকে পাঁচ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ১০ থেকে ১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানির পরিমাণ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে। দুদিন পূর্বেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৯৫ থেকে ৯৬ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮৮ টাকা থেকে ৯০টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের পাইকারী ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, ‘বর্তমানে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বেড়েছে তেমনি দাম কমতির দিকে রয়েছে। দুদিনের ব্যবধানে সাত থেকে আট টাকা করে পেঁয়াজের দাম কমেছে এতে করে মোকামে চাহিদা কিছুটা বেড়েছে। আমাদের এখন পেঁয়াজ কিনতে পুঁজি কম লাগছে, ক্রেতাদের চাহিদামত পেঁয়াজ কিনে পাঠাতে পারছি।’
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবরক হোসেন বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।