লাইফস্টাইল ডেস্ক : আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় সকল রান্নায় পেঁয়াজ ব্যবহার করা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই পেঁয়াজ রান্না করার পর কিন্তু আমরা সেই খোসা ফেলে দিয়ে থাকি। কিন্তু আপনারা হয়তো জানেন না সংসারের অনেক কাজে এই পেঁয়াজের খোসা ব্যবহার হতে পারে পাশাপাশি রূপচর্চা তেও পেঁয়াজের খোসার ভূমিকা কিন্তু অনস্বীকার্য।
এই পেঁয়াজের খোসা যদি আপনি ফেলে না দিয়ে নিয়মিত বিভিন্ন কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক টাকা সাশ্রয় হবে। তাই এবার থেকে আর রান্না করার পরে ভুল করেও পেঁয়াজের খোসা ফেলে দেবেন না।
পেঁয়াজের খোসার ব্যবহার :
১) পেঁয়াজের খোসা ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনারা চুলে রং করতে বা কলপ করতে পারেন। বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু চুল সাদা হতে থাকে বা পাকতে শুরু করে । অনেকেই কিন্তু এই চুল পেকে যাওয়া ব্যাপারটি একেবারেই পছন্দ করেন না। তাই এই পেঁয়াজের খোসা ভালো করে একটি শুকনো কড়াইতে ভেজে নিয়ে একেবারে কালো হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন।
ভাজা হয়ে গেলে এর সাথে সামান্য পরিমাণে নারকেল তেল মিশিয়ে কলপ তৈরি করে নিন। তবে তার আগে পেঁয়াজের ভাজা খোসাকে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিতে ভুলবেন না। এই রং চুলে দীর্ঘ সময় পর্যন্ত থাকবে এবং আপনার চুল কিন্তু চট করে সাদা হবে না।
২) চুলের টোনার হিসেবে ও কিন্তু আপনারা পেঁয়াজের খোসাকে ব্যবহার করতে পারেন।। এর জন্য পেঁয়াজের খোসাকে সামান্য জলে ভিজিয়ে রেখে ফুটিয়ে নিন । দেখবেন পেঁয়াজের খোসার সমস্ত নির্যাস কিন্তু এই জলের মধ্যে চলে আসবে। তারপর এই জলটিকে ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। এবারে সেই স্প্রে বোতলটিকে আপনারা কিন্তু হেয়ার টোনার হিসেবে খুব সহজেই ব্যবহার করতে পারেন।
৩) পেঁয়াজের খোসার এই নির্যাস দিয়ে কিন্তু আরও একটি কাজ করা যেতে পারে। অনেক সময় দেখবেন গাছের মধ্যে নানান ধরনের ছোটখাট পোকা বসবাস করে যারা গাছের পাতাগুলিকে খেয়ে নিয়ে থাকে।এর ফলস্বরূপ দ্রুত গাছের পাতা শুকিয়ে যায় বা মরে যায়। পেঁয়াজের খোসা দিয়ে তৈরি নির্যাসের সাথে যদি আপনারা আরো কিছুটা পরিমাণ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে পাতার মধ্যে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই পোকামাকড়ের উপদ্রব চিরতরে দূরীভূত হয়ে যাবে।
পাশাপাশি পেঁয়াজের খোসার কিন্তু আরো অনেক কার্যকরী ভূমিকা রয়েছে ,এই বিষয়ে আমরা পরবর্তী কোন প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। এই ধরনের আরো টিপ সম্পর্কে জানতে আমাদের পরবর্তী অন্যান্য প্রতিবেদন গুলির উপর চোখ রাখতে পারেন। আজকের এই বিশেষ টিপসগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে নিজস্ব মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।