পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন, বিঘাপ্রতি লাভ ১ লাখ ১৫ হাজার টাকা

পেঁয়াজ চাষে

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ী জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিবছরই পেঁয়াজ বীজ চাষের আওতা বাড়ছে। চলতি বছর শুধু রাজবাড়ী সদর উপজেলাতেই ৪৪ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে।

পেঁয়াজ চাষে

পেঁয়াজ বীজ চাষি সালাম শেখ, হাশেম শেখ ও জব্বার শেখ জানান, প্রতি বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষে খরচ হয়েছে ৫৫ থেকে ৬০ হাজার টাকা। অন্যান্য বছরের চেয়ে এ বছর পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে। সামনের দিকে আবহাওয়া ভাল থাকলে খরচ বাদে দ্বিগুণেরও বেশি লাভ হবে।

রাজবাড়ী সদর উপজেলার আফরা গ্রামের পেঁয়াজ বীজ চাষি উজ্জল শেখ জানান, ৪ বিঘা জমিতে তিনি পেঁয়াজ বীজ চাষ করেছে। এতে তার বিঘা প্রতি খরচ হয়েছে ৬০ হাজার টাকা। যদি আবহাওয়া ভাল থাকে এবং তিনি ঠিকমতো ফসল ঘরে তুলতে পারেন তবে এই পেঁয়াজ বীজ সাত লাখ টাকা বিক্রি করতে পারবেন। এতে খরচ বাদে বিঘাপ্রতি তার লাভ হবে অন্তত ১ লাখ ১৫ হাজার টাকা।

শুধু উজ্জল শেখই নয়, তার মতো রাজবাড়ী সদর উপজেলার অনেক কৃষকই পেঁয়াজ বীজ চাষের মাধ্যমে দিন বদলের স্বপ্ন দেখছেন।

গরুর দুধের সঙ্গে ভুলেও যেসব খাবার খাবেন না

জেলা কৃষি অফিসার নারায়ন মন্ডল বলেন, পেঁয়াজ বীজ চাষে লাভ বেশি। চলতি বছরও পেঁয়াজ বীজের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবের। আমরা সার্বক্ষনিক তাদের সহযোগীতা ও পরামর্শ দিয়ে আসছি