জুমবাংলা ডেস্ক : কয়েক দিনের টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজ গুদামে পচে গেছে। নষ্ট পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা।
তারা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি করার সময় ট্রাকে বৃষ্টির পানি পড়ায় এবং চালকের সহকারীর (হেলপার) গাফলিতির কারণে এ অবস্থা হয়েছে। পেঁয়াজের কিছু ফেলে দেওয়া হয়েছে, বাকিটা স্বল্প দামে লোকসানে বিক্রি করা হচ্ছে।
আমদানিকারক মাহাবুব আলম বলেন, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন প্রদেশ থেকে এসব পেঁয়াজ হিলি স্থলবন্দরে পৌঁছাতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগে। এ সময় ট্রাকের মধ্যে পেঁয়াজ ত্রিপল দিয়ে ঢাকা থাকে।
বৃষ্টির পানি ও গরমের কারণে ট্রাকের পেঁয়াজ ঘেমে যায় জানিয়ে আমদানিকারক বলেন, “পেঁয়াজ হিলিতে খালাস হওয়ার পর গুদামে ফ্যানের বাতাসের শুকানো হয়েছে। তারপরও বিপুল পরিমাণ পেঁয়াজ পচে নষ্ট হতে শুরু করেছে।”
তিনি বলেন, একেবারেই খাবার অযোগ্য পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে। তবে বাচাই করা পেঁয়াজ প্রকারভেদে ৩০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি বস্তা পচা পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাহাবুব আলম বলেন, এবারে আমদানি করা ৮০ টনের মত পেঁয়াজ কমবেশি নষ্ট হয়েছে। আমদানি হয়েছে প্রায় সাত হাজার মেট্রিক টন পেঁয়াজ। সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।