জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত দুই দিনে ২ হাজার ৯৭৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। মঙ্গলবার ও বুধবার (২৪ জুলাই) আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসেন। এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম।
মাইনুল ইসলাম জানান, কারফিউ’র কারণে গত রোববার ও সোমবার ভারত থেকে পেঁয়াজসহ সব ধরণের পণ্য আমদানি বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়। এদিন ৮১টি ট্রাক ও বুধবার ৪৩টি ট্রাকে পেঁয়াজ আমদানি হয়। ফলে এই স্থলবন্দর দিয়ে গত দুই দিনে ১২৪ ট্রাকে ২ হাজার ৯৭৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়।
বিছানা ছেড়ে সোফায় শুইয়ে উদ্দাম রোমান্সে মাতলেন খেসারি লাল যাদব
এদিকে, ভারত থেকে আমদানি হওয়ায় পেঁয়াজের দাম স্থানীয় বাজারে নিম্নমুখী। দুই দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যটির দাম কমেছে কেজিতে ৩ টাকা। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৮৬ টাকা। গত সোমবার পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রতিকেজি ৮৯ টাকা দরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।