জুমবাংলা ডেস্ক: ভারত থেকে আমদানি শুরুর পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। আমদানি বাড়লে এ দাম আরও কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বেনাপোল স্থলবন্দর, হিলি, সাতক্ষীরায় পেঁয়াজ আমদানির দুদিন পরই দেশের বাজারে দাম নেমেছে প্রায় অর্ধেকে। হিলিতে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। আর ১০০ টাকার দেশি পেঁয়াজ নেমেছে ৬০ থেকে ৭০ টাকায়।
এতে ভোক্তাদের মাঝে স্বস্তি এলেও, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার তদারকির দাবি তাদের।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা খলিল জানান, ৭০ থেকে ৮০ টাকার ভারতীয় পেঁয়াজ আজ কিনলাম ৩৫ টাকায়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার তদারকি দরকার।
সাতক্ষীরার ক্রেতা দুলি জানান, ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত যে দেশি পেঁয়াজ কিনতাম, আজকে তা কিনলাম ৩০ টাকায়। দাম অর্ধেকেরও বেশি কমে গেছে।
দেশি পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে গত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। তখন অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে প্রতি কেজির দাম ওঠে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত। বাজার স্বাভাবিক রাখতে দুমাস ১০ দিন পর পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।
লবনাক্ত জমিতে বিদেশি জাতের আম চাষে তাক লাগিয়ে দিলেন জাহাঙ্গীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।