বিকাশ গ্রাহকদের জন্য বিশাল সুখবর

বিকাশ গ্রাহক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিকাশ পেমেন্টে অনলাইন কেনাকাটায় বসন্তের অফার! দারুণ দারুণ সব শপিংয়ে উৎসবের বসন্ত হবে আরো রঙিন। অনলাইনে নির্দিষ্ট মার্চেন্ট থেকে থেকে যেকোনো কেনাকাটায় SSLCOMMERZ-এর মাধ্যমে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২৫% পর্যন্ত ডিসকাউন্ট।

বিকাশ গ্রাহক

অফারের মেয়াদ : ১ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত

অফারের বিস্তারিত :

* এই বসন্তে অনলাইন কেনাকাটায় পেমেন্ট গেটওয়েতে SSLCOMMERZ সিলেক্ট করে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২৫% পর্যন্ত ডিসকাউন্ট।

* অফার চলাকালীন যতবার খুশি ততবার ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

শর্তাবলি :

* গ্রাহককে অবশ্যই পেমেন্ট গেটওয়েতে SSLCOMMERZ-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।

* শুধুমাত্র বিকাশ-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।

* ডিসকাউন্ট উপভোগ করার জন্য শুধুমাত্র সফল পেমেন্টগুলোই বিবেচিত হবে।

* মার্চেন্ট পলিসি অনুযায়ী রিফান্ড প্রসেস করা হবে।

* বিকাশ ও SSLCOMMERZ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অফারের নিয়ম ও শর্তাবলি সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

* অফার চলাকালীন যেকোনো সময় বিকাশ ও SSLCOMMERZ অংশগ্রহণকারী মার্চেন্টদের অংশগ্রহণ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত নেওয়া এবং মার্চেন্টের ডিসকাউন্টের ধরন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

ফেসবুক একাউন্ট অথবা পেজ যেভাবে ভেরিফায়েড করবেন

* কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক অফার সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ ও SSLCOMMERZ উভয়ই গ্রাহকের ডিসকাউন্ট সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।