জুমবাংলা ডেস্ক : রমজানে কম দামে গরুর মাংস সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে অনলাইন উদ্যোক্তাদের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১ এপ্রিল) বিকেলে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শাহজাহান (৪০) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় গরুর মাংস বিক্রেতা। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পিবিআইয়ের পুলিশ সুপার নাজমুল হাসান।
তিনি বলেন, রমজান মাসে কম দামে গরুর মাংস বিক্রির কিছু প্রচারণা ফেসবুকে দেখা যায়। কিছু অনলাইন উদ্যোক্তা রোজার আগ থেকেই কম দামে মাংস দেয়ার নামে প্রচারণা চালায়। এতে সস্তায় মাংস পাওয়ার আশায় বিপুল ক্রেতাও সাড়া দেন। অনেকেই অনলাইনে মাংস বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে কম দামে সরবরাহের প্রতিশ্রুতি দেন। কয়েকজন তাকে অর্ডারও করেন। গত ৭ ও ৮ মার্চ তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ১০ মার্চ মাংস সরবরাহ করার কথা ছিল।
পিবিআই জানায়, এ সুযোগটাকে কাজে লাগান শাহজাহান। তিনি প্রতি কেজি ৬০০ টাকা করে গরুর মাংস সরবরাহ করার অর্ডার নিয়েছিলেন। আর অনলাইন বিক্রেতারা সেগুলো ৬৮০ টাকা দরে বিক্রি করার কথা ছিল।
সম্প্রতি পিবিআই কার্যালয়ে অভিযোগ করেন নগরীর বালুছড়া এলাকার বাসিন্দা রাফিউল হাসনাত নামে এক ব্যক্তি। তিনি ‘মিট বাজার’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে গরুর মাংস বিক্রি করেন। শাহজাহানকে ৫৮ মণ মাংসের অর্ডার দিয়ে তিনি নগদ সাড়ে ১৪ লাখ টাকা দিয়েছেন। কিন্তু পরবর্তীতে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এসপি নাজমুল বলেন, এ অভিযোগের তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পাই, শুধু রাফিউল হাসনাত নন, অন্তত আরও ১৩ জনের কাছ থেকে মোট ১ কোটি ৪০ লাখ ২৩ হাজার টাকা আত্মসাৎ করেছে শাহজাহান। এরপর আমরা তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করি। অনলাইন উদ্যোক্তারা অধিকাংশই তরুণ। এজন্য সহজে অনেকে মিথ্যা প্রতিশ্রুতি কিংবা প্রলোভনের ফাঁদে পা দিচ্ছেন। এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।
টাকা আত্মসাতের ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে হাটহাজারী থানায় রাফিউল হাসনাত বাদী হয়ে প্রতারণা অভিযোগ মামলা করেছেন বলে জানান পিবিআইয়ের এ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।