অনলাইনে এয়ার ফ্রায়ার অর্ডার দিয়ে যা পেলেন

Air Fly

আন্তর্জাতিক ডেস্ক : অনলাইন শপিং এখন আমাদের হাতের নাগালে। যেকোনো সময় আমরা যেকোনো কিছুর অর্ডার করে নিমিষেই হাতে পেয়ে যাই। অনলাইনে কেনাকাটা সহজলভ্য হলেও প্রায়ই কিছু দুর্ঘটনা ঘটে যায়। সম্প্রতি এমন এক ঘটনাই ঘটেছে কলম্বিয়ান এক নারীর সঙ্গে।

Air Fly

সেই পার্সেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় আলোচনা-সমালোচনার ঢেউ বয়ে গেছে।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা- এর প্রতিবেদনে জানা গেছে, কলম্বিয়ার অধিবাসী সোফিয়া সেরানো নামে এক নারী অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে একটি এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলেন। পার্সেলটি হাতেও পেয়েছিলেন কিন্তু সেটি খোলার পর ভিতরে যা পেয়েছিলেন, তাতে চমকে ওঠেন তিনি। অর্ডার করা এয়ার ফ্রায়ারের পরিবর্তে বক্সের ভিতরে একটি বিশাল টিকটিকি পান তিনি।

সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করে পোস্ট করেন এক্সে। বক্সের একটি ছবি পোস্ট করে তিনি বলেছেন, ‘আমি অ্যামাজনে একটি এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলাম। একজন ডেলিভারি ম্যান সেটি দিয়েও যান। আমি জানি না এটি অ্যামাজনের দোষ, নাকি ডেলিভারি ম্যানের দোষ। ’

প্রতিবেদনটিতে বলা হয়, এত বড় টিকটিকি দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। টিকটিকিটি ‘স্প্যানিশ রক লিজার্ড’ নামে পরিচিত। তবে এ ঘটনায় অ্যামাজন এখনো কোনো সমাধান দিতে পারেনি।

এদিকে সোফিয়ার দেওয়া পোস্টটি রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হয়ে যায়। ৪১ লাখেরও বেশি ভিউ পেয়েছে ভিডিওটি।

বেশ কয়েকজন ব্যবহারকারী ভিডিওতে মন্তব্য করেছেন।

রমরমিয়ে চলছে বর কেনার হাট, পাবেন স্পেশাল সুবিধাও

একজন লিখেছেন, ‘আমার সঙ্গে এমনটি ঘটলে আমি মরে যাব। অন্যদিকে ছোট্ট প্রাণীটির জন্যও আমার মায়া হচ্ছে।’ অন্য একজন বলেছেন, ‘এখন নতুন একটি ভয়ে থাকতে হবে।’

সূত্র : এনডিটিভি