জুমবাংলা ডেস্ক : অনলাইনের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বেশি থাকায় দিন দিন অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠছে। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ বা গ্রুপের মাধ্যমেও কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে।
অনেকেই ব্যক্তি উদ্যোগে পেজ খুলে অনলাইনে ব্যবসা করছেন। আর এ সুযোগে একটি চক্র গ্রাহকদের সঙ্গে করছে প্রতারণা করে প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ।
ঠিক তেমনি পিয়র শপ বিডি নামের একটি ফেসবুক পেজে চটকদার বিজ্ঞাপন দিয়ে ও বিভিন্ন ভিডিও আপলোড করে সাধারণ জনগণকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ওই পেজটিতে প্রতিনিয়ত F11 4k Pro ড্রোন ক্যামেরার বিজ্ঞাপন বোস্ট করে অনলাইনে ক্রেতাদের আগ্রহী করে তুলছে এবং গ্রাহকদের কাছ থেকে এডভান্স টাকা বাবদ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
তাদের কাছে প্রতারনার স্বীকার সাভারের রিপন জানান, গত রবিবার আমি ফেসবুকে F11 4k Pro ড্রোন ক্যামেরার একটি বিজ্ঞাপন দেখতে পাই, ফেসবুকের ওই পেজটির নাম হলো পিয়র শপ বিডি নামের ওই ফেসবুক পেইজে তাদের ঠিকানা দেয়া আছে, গুলশান সিটি মার্কেট, দোকান নং ৩০৪ (লিফট ২)। গত ২৭ মার্চ কামরুজ্জামান নামের এক ব্যক্তির সাথে ফোনকলে কথা বলে সাড়ে ৫ হাজার টাকা এডভান্স দেই।
এরপর থেকেই সে পণ্য ডেলিভারি দিতে গড়িমসি শুরু করেন। তাদের ঠিকানায় গিয়ে দেখি গুলশান ১ নাম্বার সিটি মার্কেট নামে কোন মার্কেট নেই। তারপর ফেসবুক পেইজেটিতে থাকা মোবাইল নাম্বারে কল দিলে তারা আমার নাম্বার ও মেসেঞ্জারে আমাকে ব্লক করে দেয়।
রিপন আরো বলেন, আমি মধ্যবিত্ত ঘরের একটি ছেলে, আমার ছেলের শখের আবদার পূরণ করতে গিয়ে আমি ড্রোনটি অর্ডার করি। ড্রোনটি রবিবার ২৭ শে মার্চ দুপুর ২ টায় আমাকে পৌঁছে দেওয়ার কথা ছিল। তারা ০১৭১৫৮৪৫১৩০ ও ০১৩২০৮২১৯৩৭ নামার থেকে আমার সাথে যোগাযোগ করে ও টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়ে ভোক্তা অধিকারের ইমেইলে অভিযোগ পাঠিয়েও কোনো সাড়া পাইনি, এছাড়াও ভোক্তা অধিকারের ফোন নাম্বারে ২/৩ দিন যাবত অনেক বার কল দিলেও কেউ ফোনটি রিসিভ করেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।