জুমবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অনলাইন গ্রুপের এমডি উত্তর আওয়ামী লীগের সহসভাপতি খান মোহাম্মদ আক্তারুজ্জামানকে আটক করেছে র্যাব ও পুলিশের যৌথ দল।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব–২ এর স্টাফ অফিসার (মিডিয়া) খান আসিফ অপু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানার বাবর রোডের একটি বাসায় পুলিশ-র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার নামে কয়েকটি মামলা রয়েছে শুনেছি। আটকের পর তাকে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, তার বিরুদ্ধে ছাত্র–জনতাকে হত্যার অভিযোগে ঢাকার ভাষানটেক ও বনানী থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এছাড়া ক্যান্টনমেন্ট থানায় ছাত্র–জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগে আরেকটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে একাধিক অভিযোগ দেয় ভুক্তভোগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।