জুমবাংলা ডেস্ক : জমির খাজনা অনলাইনে দেওয়া সম্ভব কিনা এ বিষয়ে সংশয় রয়েছে অনেকেরই।
হ্যাঁ। জমির খাজনা বাসায় বসেই অনলাইনে দেওয়া সম্ভব। গত তিন-চার বছর ধরেই এই সুবিধা চালু রয়েছে।
অনলাইনে জমির খাজনা দেওয়ার প্রক্রিয়া জানিয়েছেন ব্যারিস্টার লিমা আঞ্জুমান।
সরকারের জমি সংক্রান্ত তথ্যাদি বা সেবা সমূহের জন্য নির্ধারিত “ভূমি উন্নয়ন কর” নামে যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে নিজের নামে একটি আইডি খুলতে হবে। আইডির একটি গোপন ও সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করতে হবে। ঐ পাসওয়ার্ড টি দিয়েই বিশ্বের যেকোনো জায়গায় বসে প্রতি বছর জমির খাজনা, ফ্ল্যাটের বা বাড়ির খাজনা মোবাইল থেকেই দেওয়া যাবে।
যদি কারও একের অধিক জমি অথবা বাড়ি অথবা ফ্ল্যাট থাকে, সেক্ষেত্রেও ওই একই আইডির মাধ্যমে সবগুলোরই খাজনা প্রদান করা সম্ভব। কারণ যখনই একটা নির্দিষ্ট সময় পরে অনেক খাজনা জমে যায়, সেক্ষেত্রে তার সম্পত্তি সরকার দ্বারা নির্ধারিত কর শিডিউলের মধ্যে চলে যেতে পারে। তখন তার একটি বড় ধরণের ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে।
৪০ সেকেন্ডে ৩টি প্রশ্ন, তারপরই ভারতীয়র ভিসা আবেদন প্রত্যাখ্যান
এই কর শিডিউল থেকে তার সম্পত্তি মুক্ত করার জন্য তাকে সিভিল কোর্টে মামলা করতে হবে। তাই এই জটিলতা এড়ানোর জন্য অবশ্যই নিয়মিত খাজনা পরিশোধ করা উচিৎ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।