আন্তর্জাতিক ডেস্ক : অনিল আম্বানির ঋণে জর্জরিত রিলায়েন্স ক্যাপিটালের সহযোগী সংস্থা রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড অবশেষে বিক্রি হয়ে গেল। অটাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার শুক্রবার ঋণগ্রস্ত রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড (আরসিএফএল) কে ১ কোটি টাকায় অধিগ্রহণ করেছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে রিলায়েন্স ক্যাপিটাল।
রিলায়েন্স ক্যাপিটাল ইতিমধ্যেই জানিয়েছে, “কোম্পানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে RCFL-এর রেজোলিউশন প্ল্যান বাস্তবায়নের জন্য শেয়ারটি অটাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কাছে বিক্রি করা হয়েছে।” অন্যদিকে, ঋণে জর্জরিত অনিল আম্বানির একটি কোম্পানি কিনতে এগিয়ে এসেছেন কুমার মঙ্গলম বিড়লা। বিড়লার কোম্পানি আদিত্য বিড়লা ক্যাপিটাল রিলায়েন্স ক্যাপিটালের সহযোগী সংস্থা রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (RNLIC) এর প্রতি আগ্রহ দেখিয়েছে।
পিটিআই-এর মতে, RNLIC-এর ঋণদাতারা আদিত্য বিড়লা ক্যাপিটালের জন্য বিডিং অনুমোদন করেছে। রিলায়েন্স ক্যাপিটাল দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এর জন্য নন-বাইন্ডিং বিড জমা দেওয়ার শেষ তারিখ ছিল 29 আগস্ট। সূত্রের খবর, RNLIC-এর কমিটি অফ ক্রেডিটর আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেডের জন্য বিডিং অনুমোদন করেছে। এই কোম্পানিতে রিলায়েন্স ক্যাপিটালের ৫১ শতাংশ এবং জাপানের নিপ্পন লাইফের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে৷ যদিও আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেড এই বিষয়ে প্রশ্নের জবাব দেয়নি।
সিঁড়ির দেওয়াল বেয়ে উপরে উঠছে বিশাল আকৃতির সাপ, তুমুল ভাইরাল ভিডিও
রিলায়েন্স ক্যাপিটাল কেনার জন্য ১৪ টি অফার পেয়েছে রিলায়েন্স কর্তৃপক্ষ। এর জন্য রেজুলেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 29 আগস্ট। এর মধ্যে রয়েছে পিরামল গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম। এছাড়া অকট্রি ক্যাপিটাল, টরেন্ট ইনভেস্টমেন্টস, ইন্ডাসইন্ড ইন্টারন্যাশনাল এবং কসমি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসও মূল্য নির্ধারণ করেছে। এই কোম্পানিগুলো পুরো কোম্পানি বা কয়েকটি ক্লাস্টার কেনার জন্য মূল্য নির্ধারণ করেছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel