বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচারের নতুন স্মার্টওয়াচ Bolt Drift Max বাজারে এসেছে। ব্লুটুথ কলিং, ২৪x৭ হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন লেভেল ট্র্যাকিংসহ অসংখ্য আধুনিক সুবিধা দিচ্ছে এই স্মার্টওয়াচ।
স্টাইলিশ ডিজাইন ও এইচডি ডিসপ্লে
Bolt Drift Max স্মার্টওয়াচে রয়েছে ২.০১ ইঞ্চির HD ডিসপ্লে। স্কয়ার ডিজাইনের এই ডিভাইসটিতে রোটেটিং ক্রাউন দেওয়া হয়েছে, যা নেভিগেশনের কাজ করবে আরও সহজভাবে।
ব্লুটুথ কলিং ও স্মার্ট ফিচার
এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, যার সাহায্যে ফোন বের না করেই সরাসরি কব্জি থেকেই কল করা ও রিসিভ করা যাবে। এতে ইন-বিল্ট স্পিকার ও মাইক্রোফোন থাকায় স্পষ্টভাবে কথা বলা সম্ভব।
স্মার্ট হেলথ ও ফিটনেস ট্র্যাকিং
Bolt Drift Max স্মার্টওয়াচের ফিটনেস ও হেলথ ট্র্যাকিং ফিচার আপনাকে সবসময় ফিট রাখতে সহায়তা করবে। এতে রয়েছে—
✔ ব্লাড অক্সিজেন (SpO2) মনিটরিং
✔ ২৪x৭ হার্ট রেট ট্র্যাকিং
✔ ব্লাড প্রেশার মনিটর
✔ স্লিপ ট্র্যাকিং
✔ মেন্সট্রুয়াল হেলথ ট্র্যাকিং
✔ সেডেন্টারি রিমাইন্ডার ও ওয়াটার ড্রিংক রিমাইন্ডার
স্পোর্টস ও ওয়াচ ফেস অপশন
স্পোর্টস প্রেমীদের জন্য এতে ১২০টির বেশি স্পোর্টস মোড রয়েছে, যার মধ্যে রানিং, সাইক্লিং, যোগাসন, বাস্কেটবল অন্যতম। এছাড়া ২৫০-এর বেশি ওয়াচ ফেস রয়েছে, যা বদলানো যাবে নিজের পছন্দমতো।
দাম ও অ্যাভেলেবিলিটি
ভারতে এই স্মার্টওয়াচের দাম মাত্র ১২০০ রুপি। এই দামে এত ফিচার পাওয়া সত্যিই চমকপ্রদ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।