বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচারের নতুন স্মার্টওয়াচ Bolt Drift Max বাজারে এসেছে। ব্লুটুথ কলিং, ২৪x৭ হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন লেভেল ট্র্যাকিংসহ অসংখ্য আধুনিক সুবিধা দিচ্ছে এই স্মার্টওয়াচ।
Table of Contents
স্টাইলিশ ডিজাইন ও এইচডি ডিসপ্লে
Bolt Drift Max স্মার্টওয়াচে রয়েছে ২.০১ ইঞ্চির HD ডিসপ্লে। স্কয়ার ডিজাইনের এই ডিভাইসটিতে রোটেটিং ক্রাউন দেওয়া হয়েছে, যা নেভিগেশনের কাজ করবে আরও সহজভাবে।
ব্লুটুথ কলিং ও স্মার্ট ফিচার
এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, যার সাহায্যে ফোন বের না করেই সরাসরি কব্জি থেকেই কল করা ও রিসিভ করা যাবে। এতে ইন-বিল্ট স্পিকার ও মাইক্রোফোন থাকায় স্পষ্টভাবে কথা বলা সম্ভব।
স্মার্ট হেলথ ও ফিটনেস ট্র্যাকিং
Bolt Drift Max স্মার্টওয়াচের ফিটনেস ও হেলথ ট্র্যাকিং ফিচার আপনাকে সবসময় ফিট রাখতে সহায়তা করবে। এতে রয়েছে—
✔ ব্লাড অক্সিজেন (SpO2) মনিটরিং
✔ ২৪x৭ হার্ট রেট ট্র্যাকিং
✔ ব্লাড প্রেশার মনিটর
✔ স্লিপ ট্র্যাকিং
✔ মেন্সট্রুয়াল হেলথ ট্র্যাকিং
✔ সেডেন্টারি রিমাইন্ডার ও ওয়াটার ড্রিংক রিমাইন্ডার
স্পোর্টস ও ওয়াচ ফেস অপশন
স্পোর্টস প্রেমীদের জন্য এতে ১২০টির বেশি স্পোর্টস মোড রয়েছে, যার মধ্যে রানিং, সাইক্লিং, যোগাসন, বাস্কেটবল অন্যতম। এছাড়া ২৫০-এর বেশি ওয়াচ ফেস রয়েছে, যা বদলানো যাবে নিজের পছন্দমতো।
দাম ও অ্যাভেলেবিলিটি
ভারতে এই স্মার্টওয়াচের দাম মাত্র ১২০০ রুপি। এই দামে এত ফিচার পাওয়া সত্যিই চমকপ্রদ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।